GK MCQ Questions Answers For Competitive Exam
WBCS, PSC, UPSC, SSC, ICDS, TET, Rail, Wbp, Group D ইত্যাদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK Questions Answers Part – 17। আপনারা যদি আমাদের পূর্ববর্তী পর্বের প্রশ্নোত্তর গুলি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমাদের দেওয়া সকল প্রশ্নোত্তর আপনাদের আসন্ন পরীক্ষায় সাহায্য করবে।
👉 আপনারা যদি Tense এর উপর বিস্তারিত জানতে চান, তাহলে টেনস এর Pdf টি ডাউনলোড করে নিতে আমাদের Telegram Channel এ যুক্ত হন। ফ্রীতে Tense এর বিস্তারিত পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bengali General Knowledge Question Answer
১. কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের এর সদস্য ছিলেন না?
(A) পি কে সাহগল
(B) শাহনাওয়েজ খান
(C) ক্যাপ্টেন মোহন সিং
(D) জি এস ধীলন
উত্তর: শাহনাওয়েজ খান
২. ভারতের GDP –তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের তা হল–
(A) শিল্পক্ষেত্র
(B) কৃষিক্ষেত্র
(C) পরিষেবা ক্ষেত্র
(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র
উত্তর: পরিষেবা ক্ষেত্র
৩. যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন?
(A) এইচ এস সুরাওয়ার্দী
(B) শ্যামাপ্রসাদ মুখার্জী
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) উপরের কেউই নন
উত্তর: এইচ এস সুরাওয়ার্দী
৪ ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার–
(A) কেন্দ্রীয় মন্ত্রিসভা
(B) রাষ্ট্রপতি
(C) সংসদ
(D) সুপ্রিম কোর্ট
উত্তর: সুপ্রিম কোর্ট
৫. মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রেউন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল তা হল –
(A) কৃষি ক্ষেত্র
(B) পরিষেবা ক্ষেত্র
(C) ভারী মূলধনী বস্তুর প্রস্তুতকারক শিল্পক্ষেত্র
(D) গ্রামীণ শিল্পক্ষেত্র
উত্তর: ভারী মূলধনী বস্তুর প্রস্তুতকারক শিল্পক্ষেত্র
৬. 12 : 20 = * : 25, লুপ্ত পদটি হবে
(A) 16
(B) 24
(C) 18
(D) 25
উত্তর: 24
৭. কে লিখেছিলেন‘ইন্ডিয়া উইনস ফ্রিডম‘?
(A) জহরলাল নেহেরু
(B) মৌলানা আবদুল কালাম আজাদ (C)সর্দার প্যাটেল
(D) এম এ জিন্না
উত্তর: মৌলানা আবদুল কালাম আজাদ
৮. কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষের আইনত নিষিদ্ধ?
(A) 12 বছর
(B) 17 বছর
(C) 14 বছর
(D) 10 বছর
উত্তর: 14 বছর
৯. ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচ করতে পারে–
(A) বিশেষ ট্রাইবুনাল
(B) সুপ্রিমকোর্ট
(C) কেন্দ্রীয় মন্ত্রিসভা
(D) সংসদ
উত্তর: সুপ্রিমকোর্ট
১০. ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে?
(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) সিন্ধু
(D) গুজরাট
উত্তর: পাঞ্জাব
১১. দুটি সংখ্যার অনুপাত 7 : 9এবং তাদের বিয়োগফল 6। সংখ্যা দুটি হবে?
(A) 49,55
(B) 91,97
(C) 21,27
(D) 42,54
উত্তর: 21,27
১২. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) অসম
উত্তর: পশ্চিমবঙ্গ
১৩. 1942-এ কোথায়‘স্বরাজ পঞ্চায়েত‘ তৈরি হয়?
(A) তমলুক
(B) কাঁথি
(C) কটক
(D) পুরী
উত্তর: তমলুক
১৪. বৃহৎ স্নানাগার টি কোথায় পাওয়া গেছে?
(A) হরপ্পা
(B) মহেঞ্জোদারো
(C) কালিবঙ্গান
(D) লোথাল
উত্তর: মহেঞ্জোদারো
১৫. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?
(A) 1942
(B) 1944
(C) 1945
(D) 1946
উত্তর: 1946
১৬. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?
(A) চোখের বালি
(B) ঘরে–বাইরে
(C) চতুরঙ্গ
(D) চার অধ্যায়
উত্তর: ঘরে–বাইরে
১৭. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক–
(A) জেট স্ট্রীম
(B) তাপমান
(C) হিমালয় পর্বতের অবস্থিতি
(D) নিম্ন বায়ুর গতিবীধি
উত্তর: তাপমান
১৮. এপ্রিল মাসের কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি?
(A) পশ্চিমবঙ্গ
(B) রাজস্থান
(C) বিহার
(D) অসম
উত্তর: পশ্চিমবঙ্গ
১৯. 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে?
(A) 2
(B) 7
(C) 3
(D) 11
উত্তর: 7
২০. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার এর মৃত্যু হয়?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
(B) ফেনী অভিযান
(C) কার্পোল অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ
উত্তর: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ