Bengali GK MCQ In Bengali
Bangla GK Questions Answers পর্ব ১৫ তে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ২০ টি নতুন জিকে প্রশ্নোত্তর। সাধারণ জ্ঞান বিষয়ে এই প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে জেনারেল নলেজ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হল।
Bengali General Knowledge MCQ Question Answer
১. সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন?
(A) 1707
(B) 1739
(C) 1756
(D) 1757
উত্তর:1756
২. পাট চাষের প্রধান ক্ষেত্র হলো–
(A) তামিলনাড়ু
(B)পশ্চিমবঙ্গ
(C)কেরল
(D)হিমাচল প্রদেশ
উত্তর: পশ্চিমবঙ্গ
৩. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে?
(A) লর্ড ওয়েলেসলি
(B)লর্ড ডালহৌসি
(C)লর্ড ক্যানিং
(D)লর্ড লিনলিথগো
উত্তর: লর্ড ডালহৌসি
৪. কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়?
(A)চিনা বাদাম
(B)নারকেল
(C)সরষে
(D) তিল
উত্তর:নারকেল
৫. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
(A) 1817
(B) 1820
(C) 1832
(D) 1857
উত্তর:1817
৬. 2012-শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক –
(A)লিন জিয়াওবো
(B)বারাক ওবামা
(C) ইউরোপীয় ইউনিয়ন
(D)আল্ গোরে
উত্তর:ইউরোপীয় ইউনিয়ন
৭. কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C)শাহজাহান
(D)আওরঙ্গজেব
উত্তর: আকবর
৮. ব্যক্তজীবী উদ্ভিদের এি–নিষেক ঘটার ফলে প্রস্তুত হয় –
(A)ভ্রুণ
(B) শস্য
(C)সাসপেন্সর
(D)বীজত্বক
উত্তর: শস্য
৯. বিখ্যাত ছবি ‘ভারত মাতা‘ কে এঁকেছিলেন?
(A)গগনেন্দ্রনাথ ঠাকুর
(B)অবনীন্দ্রনাথ ঠাকুর
(C)নন্দলাল বসু
(D)যামিনী রায়
উত্তর:অবনীন্দ্রনাথ ঠাকুর
১০. বন সংরক্ষণেরমাধ্যমে প্রতিরোধ ঘটে–
(A) ভূমিক্ষয়
(B) দূষণ
(C) বন্যা
(D)উপরোক্ত সবকটি
উত্তর: উপরোক্ত সবকটি
১১. ‘প্রার্থনা সমাজ ‘প্রতিষ্ঠা করেন কে?
(A)এম জি রানাডে
(B)আত্মারাম পান্ডুরঙ্গ
(C)রামমোহন রায়
(D) কেশব সেন
উত্তর: আত্মারাম পান্ডুরঙ্গ
১২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
(A) কলকাতা
(B)বম্বে
(C)মাদ্রাজ
(D)পুনে
উত্তর:বম্বে
১৩. কাকে গদর পার্টি মারতে চেয়েছিল?
(A) কিংসফোর্ড
(B)হার্ডিঞ্জ
(C)টেগার্ট
(D)নর্থব্রুক
উত্তর: কিংসফোর্ড
১৪. শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয়–
(A) শুধুমাত্র বাতাস
(B) শুধুমাত্র বাতাস ও মাটি
(C) শুধুমাত্র বাতাস,মাটি ও জল
(D)শুধুমাত্র বাতাস ও জল
উত্তর: শুধুমাত্র বাতাস,মাটি ও জল
১৫. নিম্নলিখিত কে ‘দীন–ই–ইলাহি‘র সদস্য হন –
(A)রাজা মান সিং
(B) তানসেন
(C)রাজা বীরবল
(D) টোডরমল
উত্তর:রাজা মান সিং
১৬. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল–
(A)লিম্ফোস্ফিয়ার
(B) হাইড্রোস্ফিয়ার
(C)অ্যাটমোসফিয়ার
(D)বায়োস্ফিয়ার
উত্তর: বায়োস্ফিয়ার
১৭. কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়?
(A) 1829
(B) 1833
(C) 1856
(D) 1897
উত্তর: 1856
১৮. হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে?
(A) Mg++
(B) Fe++
(C) A1+++
(D) Mi++
উত্তর: Ff++
১৯. ভারতে নেশনাল গ্রীন ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয়–
(A) 2009
(B) 2010
(C) 2011
(D) 2012
উত্তর: 2010
২০. পানীয় জলে কার উপস্থিতি কাম্য?
(A) K
(B) Ca
(C) As
(D) Fe
উত্তর:K