জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব ১৬
Competitive Exam এর জন্য Bengali GK Questions Answers Part 16। WBCS, PSC, SSC, UPSC, WBP, Rail, Bank, Group D ইত্যাদি পরীক্ষার জন্য আমরা জিকে প্রশ্নোত্তর পর্ব দিয়ে থাকি। এই পর্বে বাছাই করা মোট 20 টি সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর দেওয়া হল।
👉 আপনারা যদি Tense এর উপর বিস্তারিত জানতে চান, তাহলে টেনস এর Pdf টি ডাউনলোড করে নিতে আমাদের Telegram Channel এ যুক্ত হন। ফ্রীতে Tense এর বিস্তারিত পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Bengali General Knowledge MCQ
১. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি?
(A) খড়গপুর
(B) বিশাখাপত্তনম
(C) সেকেন্দ্রাবাদ
(D) কানপুর
উত্তর: খড়গপুর
২. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৩. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় –
(A) কাচের আচ্ছাদন
(B) রবারের আচ্ছাদন
(C) পেতলের আচ্ছাদন
(D) কাঁচা লোহার আচ্ছাদন
উত্তর: রবারের আচ্ছাদন
৪. ভারতের কয়লা প্রধানত–
(A) এনথ্রাসাইট
(B) বিটুমিনাস
(C) লিগনাইট
(D) পিট
উত্তর: বিটুমিনাস
৫. ‘হিগস বোসন‘ হল–
(A) সিনেমার নাম
(B) একটি মৌল কণা
(C) কোন ওষুধের শ্রেণীগত নাম
(D) গ্রহ
উত্তর: একটি মৌল কণা
৬. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন?
(A) গোপাল
(B) বল্লাল সেন
(C) লক্ষণ সেন
(D) ধর্মপাল
উত্তর: বল্লাল সেন
৭. ভারত–চীন যুদ্ধ হয়েছিল কোন সালে?
(A) 1952
(B) 1971
(C) 1962
(D) 2001
উত্তর: 1962
৮. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় –
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
(B) উত্তর–বাংলা সমতলভূমিতে
(C) পূর্বের জেলাগুলিতে
(D) রাঢ় অঞ্চলে
উত্তর: রাঢ় অঞ্চলে
৯. কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন?
(A) 1916
(B) 1920
(C) 1923
(D) 1926
উত্তর: 1920
১০. ন্যাটোর (NATO)প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(A) নিউইয়র্ক
(B) ভিয়েনা
(C) ব্রাসেলস্
(D) লন্ডন
উত্তর: ব্রাসেলস্
১১. ‘সবুজ বিপ্লব‘ প্রথম কোথায় ঘটেছিল?
(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) বিহার ও পশ্চিমবঙ্গ
(C) অন্ধ্রপ্রদেশে ও তামিলনাড়ু
(D) গুজরাট ও মহারাষ্ট্রের
উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা
১২. ভারতের রাষ্ট্রব্যবস্থা তা হল–
(A) গণতান্ত্রিক
(B) একনায়কতান্ত্রিক
(C) সামরিক
(D) ওপরে কোনোটিই নয়
উত্তর: গণতান্ত্রিক
১৩. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন?
(A) 712 খ্রিষ্টাব্দ
(B) 715 খ্রিষ্টাব্দ
(C) 718 খ্রিষ্টাব্দ
(D) 721 খ্রিষ্টাব্দ
উত্তর: 712 খ্রিষ্টাব্দ
১৪. ভারত বর্ষ কোন সংস্থার ‘পূর্ণ‘ সদস্য?
(A) নাফটা (NAFTA)
(B) ই. ইউ (EU)
(C) সার্ক (SAARC)
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর: সার্ক (SAARC)
১৫. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) নাসিরুদ্দিন
(B) কুতুবউদ্দিন আইবক
(C) বলবন
(D) ইলতুৎমিস
উত্তর: কুতুবউদ্দিন আইবক
১৬. বাড়িতে ব্যবহৃত কোন মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত?
(A) অ্যাসিটিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) অক্সালিক অ্যাসিড
(D) অ্যাকোয়া রিজিয়া
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড
১৭. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
(A) ডঃ আম্বেদকর
(B) রাজাগোপালাচারী
(C) আব্দুল কালাম আজাদ
(D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
উত্তর: ডঃ রাজেন্দ্রপ্রসাদ
১৮. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল?
(A) ছোটনাগপুর
(B) সিংভূম
(C) সাতারা
(D) খন্দেশ
উত্তর: ছোটনাগপুর
১৯. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত
(A) মিথাইল অ্যালকোহল
(B) টারটারিক আ্যাসিড
(C) বেঞ্জিন
(D) অ্যানথ্রাসিন
উত্তর: বেঞ্জিন
২০. কোন জায়গাকে সাঁওতালরা ‘দামিন–ই–কোহ‘ বলতো?
(A) বলভূম
(B) পালামৌ
(C) রাজমহল পাহাড়
(D) হাজারিবাগ
উত্তর: রাজমহল পাহাড়