General Knowledge In Bengali Pdf Part 16 | সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব ১৬

gkghor.in
GK In Bengali For Competitive Exam

     

Competitive Exam এর জন্য Bengali GK Questions Answers Part 16। WBCS, PSC, SSC, UPSC, WBP, Rail, Bank, Group D ইত্যাদি পরীক্ষার জন্য আমরা জিকে প্রশ্নোত্তর পর্ব দিয়ে থাকি।  এই পর্বে বাছাই করা মোট 20 টি সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর দেওয়া হল। 

👉 আপনারা যদি Tense এর উপর বিস্তারিত জানতে চান, তাহলে টেনস এর Pdf টি ডাউনলোড করে নিতে আমাদের Telegram Channel এ যুক্ত হন। ফ্রীতে Tense এর বিস্তারিত পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন। 

Bengali General Knowledge MCQ 

. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি

 

(A) খড়গপুর 

(B) বিশাখাপত্তনম 

(C) সেকেন্দ্রাবাদ 

(D) কানপুর 

 

 উত্তর: খড়গপুর 

 

. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত?

 

(A) প্রথম চন্দ্রগুপ্ত

(B) সমুদ্রগুপ্ত

(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(D) স্কন্দগুপ্ত

 

 উত্তর:  দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

 

. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়

 

(A) কাচের আচ্ছাদন 

(B) রবারের আচ্ছাদন

(C) পেতলের আচ্ছাদন

(D) কাঁচা লোহার আচ্ছাদন

 

 উত্তর: রবারের আচ্ছাদন

 

. ভারতের কয়লা প্রধানত

 

(A) এনথ্রাসাইট

(B) বিটুমিনাস

(C) লিগনাইট

(D) পিট

 

 উত্তর: বিটুমিনাস

 

. ‘হিগস বোসনহল

 

(A) সিনেমার নাম 

(B) একটি মৌল কণা

(C) কোন ওষুধের শ্রেণীগত নাম

(D) গ্রহ

 

 উত্তর: একটি মৌল কণা

 

. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন?

 

(A) গোপাল 

(B) বল্লাল সেন 

(C) লক্ষণ সেন 

(D) ধর্মপাল

 

 উত্তর: বল্লাল সেন 

 

. ভারতচীন যুদ্ধ হয়েছিল কোন সালে?

 

(A) 1952

(B) 1971

(C) 1962

(D) 2001

 

 উত্তর: 1962

 

. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়

 

(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে 

(B) উত্তরবাংলা সমতলভূমিতে 

(C) পূর্বের জেলাগুলিতে 

(D) রাঢ় অঞ্চলে

 

 উত্তর:  রাঢ় অঞ্চলে

 

কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন?

 

(A) 1916

(B) 1920

(C) 1923

(D) 1926

 

 উত্তর: 1920

 

১০. ন্যাটোর (NATO)প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

 

(A) নিউইয়র্ক

(B) ভিয়েনা

(C) ব্রাসেলস্

(D) লন্ডন

 

 উত্তর: ব্রাসেলস্

 

১১. ‘সবুজ বিপ্লবপ্রথম কোথায় ঘটেছিল?

 

(A) পাঞ্জাব হরিয়ানা

(B) বিহার পশ্চিমবঙ্গ 

(C) অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু 

(D) গুজরাট মহারাষ্ট্রের

 

 উত্তর: পাঞ্জাব হরিয়ানা

 

১২. ভারতের রাষ্ট্রব্যবস্থা তা হল

 

(A) গণতান্ত্রিক 

(B) একনায়কতান্ত্রিক

(C) সামরিক 

(D) ওপরে কোনোটিই নয়

 

 উত্তর: গণতান্ত্রিক

 

১৩. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন?

 

(A) 712 খ্রিষ্টাব্দ

(B) 715 খ্রিষ্টাব্দ

(C) 718 খ্রিষ্টাব্দ

(D) 721 খ্রিষ্টাব্দ

 

 উত্তর: 712 খ্রিষ্টাব্দ

 

১৪. ভারত বর্ষ কোন সংস্থারপূর্ণসদস্য?

 

(A) নাফটা (NAFTA)

(B) . ইউ (EU)

(C) সার্ক (SAARC)

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর: সার্ক (SAARC)

 

১৫. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

 

(A) নাসিরুদ্দিন

(B) কুতুবউদ্দিন আইবক

(C) বলবন 

(D) ইলতুৎমিস

 

 উত্তর: কুতুবউদ্দিন আইবক

 

১৬বাড়িতে ব্যবহৃত কোন মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত

 

(A) অ্যাসিটিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড

(C) অক্সালিক অ্যাসিড 

(D) অ্যাকোয়া রিজিয়া

 

 উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড

 

১৭. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

 

(A) ডঃ আম্বেদকর 

(B) রাজাগোপালাচারী 

(C) আব্দুল কালাম আজাদ 

(D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

 

 উত্তর: ডঃ রাজেন্দ্রপ্রসাদ

 

১৮. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল?

 

(A) ছোটনাগপুর

(B) সিংভূম 

(C) সাতারা

(D) খন্দেশ

 

 উত্তর: ছোটনাগপুর

 

১৯. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত

 

(A) মিথাইল অ্যালকোহল 

(B) টারটারিক আ্যাসিড

(C) বেঞ্জিন

(D) অ্যানথ্রাসিন

 

 উত্তর: বেঞ্জিন

 

২০. কোন জায়গাকে সাঁওতালরাদামিনকোহবলতো?

 

(A) বলভূম

(B) পালামৌ 

(C) রাজমহল পাহাড়

(D) হাজারিবাগ

 

 উত্তর: রাজমহল পাহাড়

                                

Leave a Comment