Bengali GK Questions Answers | GK MCQ
প্রিয় পাঠক,
আজকে আপনাদের জন্য General knowledge Part – 9 নিয়ে এসেছি। এর আগে আমাদের website এ অনেক গুলো জিকে প্রশ্নোত্তর পর্ব দেওয়া আছে, সেগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন। নিচে GK পর্ব ৯ এর প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।
সাধারণ জ্ঞান GK MCQ Question Answer
1. রাজস্থানের ‘সাদা শহর’ কাকে বলে?
(a) উদয়পুর
(b) জয়পুর
(c) যোধপুর
(d) কোনোটিই নয়
Answer : (a) উদয়পুর
2. বায়ুমণ্ডলে CO, বৃদ্ধি পায় কখন?
(a) পৃথিবীর তাপমাত্রা কমলে
(b) UV রশ্মি বাড়লে
(c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে
(d) পৃথিবীর তাপমাত্রা একই থাকলে
Answer : (c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে
3. “বিশ্ব স্বাস্থ্যদিবস” কবে পালিত হয়?
(a) ৭ এপ্রিল
(b) ৮ সেপ্টেম্বর
(c) ৫ জুন
(d) ৩১ আগস্ট
Answer : (a) ৭ এপ্রিল
4. লােকসভার প্রথম স্পিকার ছিলেন—
(a) জি, এস. ধীলন
(b) জি. বি. মাভলঙ্কর
(c) সর্দার হুকুম সিংহ
(d) এম, এ. আয়েঙ্গার
Answer : (b) জি. বি. মাভলঙ্কর
5. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?
(a) লর্ড বেন্টিঙ্ক
(b) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড ক্যানিং
Answer : (c) লর্ড ডালহৌসি
6. ভার্সে রোডডেনড্রন অভয়ারণ্য কোথায় অবস্থিত?
(a) আসাম
(b) সিকিম
(c) হিমাচল প্রদেশ
(d) উত্তরাখণ্ড
Answer : (b) সিকিম
7. বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি?
(a) ভারত
(b) কানাডা
(c) ব্রাজিল
(d) চিন
Answer : (c) ব্রাজিল
8. আর্কিওপটেরিক্স হল—
(a) একটি পাখির জীবাশ্ম
(b) একটি হাতির জীবাশ্ম
(c) একটি গাছের জীবাশ্ম
(d) একটি মানুষের জীবাশ্ম
Answer : (a) একটি পাখির জীবাশ্ম
9. কোনটির অভাবে গাছের পাতা হলুদ হয়?
(a) ম্যাগনেশিয়াম
(b) ক্যালশিয়াম
(c) সোডিয়াম
(d) ফসফরাস
Answer : (a) ম্যাগনেশিয়াম
10.ভারী জলের সংকেত কী?
(a) D2O
(b) T2O
(c) HO
(d) কোনোটিই নয়
Answer : (a) D2O
11. ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচারের সদর দফতর কোথায় রয়েছে?
(A) জুরিখ
(B) জেনেভা
(C) গ্লান্ড
(D) গ্লাসগো
Answer : (B) জেনেভা
12. সাতপুরা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
(a) পরেশনাথ
(b) মহেন্দ্রগিরি
(c) ধূপগড়
(d) নোকরে
Answer : (c) ধূপগড়
13. ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি হয় তা হচ্ছে
(a) টিন এবং অ্যালুমিনিয়াম
(b) লোহা এবং দস্তা
(c) টিন এবং সিসা
(d) তামা এবং সিসা
Answer : (c) টিন এবং সিসা
14. ‘অপ্সরা’ হল ভারতের প্রথম?
(a) যুদ্ধের ট্যাঙ্ক
(b) রেলগাড়ির ইঞ্জিন
(c) আধুনিক হেলিকপ্টার
(d) পারমাণবিক চুল্লী
Answer : (d) পারমাণবিক চুল্লী
15. পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে?
(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) ভারত
Answer : (D) ভারত
16. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত?
(a) ব্ল্যাকম্যান বিক্রিয়া
(b) কালো বিক্রিয়া
(c) টমসন বিক্রিয়া
Answer : (d) কোনোটিই নয়
17.‘গোরা‘ উপন্যাসের লেখক ?
(a) শরৎচন্দ্র
(b) রবীন্দ্রনাথ
(c) বঙ্কিমচন্দ্র
(d) তারাশঙ্কর
Answer : (b) রবীন্দ্রনাথ
18. “আর্য সমাজের” প্রতিষ্ঠাতা কে?
(a) দয়ানন্দ সরস্বতী
(b) বালগঙ্গাধর তিলক
(c) রাণাডে
(d) দেশমুখ
Answer : (a) দয়ানন্দ সরস্বতী
19. ভারতের কোন রাজ্যের নামের অর্থ “নারকেলের দেশ”?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) কর্ণাটক
(c) কেরালা
(d) তামিলনাড়
Answer : (c) কেরালা
20. প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৭৫৪
(b) ১৮৫৩
(c) ১৭৫২
(d) ১৮৫৮
Answer : (b) ১৮৫৩