GK Question and Answer In Bengali
বন্ধুরা,
আমরা আপনাদের জন্য সব সময় নতুন নতুন জিকে প্রশ্নোত্তর নিয়ে হাজির হই। তাই এই পর্বে থাকছে শুধুমাত্র বাছাই করা কিছু Important GK Question Answer In Bengali. সকল প্রকার জেনারেল নলেজ পেতে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিসিট করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য Bengali GK MCQ Question Answer দিয়ে থাকি।
General Knowledge Question Answer In Bengali
1➤ কোন মহাদেশের একটি দেশের নাম ‘চাঁদ’?
ⓑ আফ্রিকা
ⓒ উত্তর আমেরিকা
ⓓ ইউরোপ
2➤ কোন দিনটিকে ভারতের পর্যটন দিবস হিসেবে পালন করা হয়?
ⓑ ৩ মার্চ
ⓒ ২১ জুলাই
ⓓ ২৫ জানুয়ারি
3➤ নিম্নলিখিত কোন রাগটি সকালবেলায় গায়?
ⓑ মালকোশ
ⓒ আশাবরী
ⓓ বিভাস
4➤ নিম্নলিখিত কোন রাগটি মধ্যরাতে গাওয়ার কথা সংগীত শাস্ত্রে বলা হয়েছে?
ⓑ ভৈরবী
ⓒ বাহার
ⓓ ইমন
5➤ ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?
ⓑ মোরারজি দেশাই
ⓒ চন্দ্রশেখর
ⓓ অটলবিহারী বাজপাই
6➤ ভারতের কোন রাজ্যে সর্বাধিক তপশিলি উপজাতি বাস করে?
ⓑ ঝাড়খন্ড
ⓒ পাঞ্জাব
ⓓ হরিয়ানা
7➤ চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
ⓑ ১,৫০০ মাইল
ⓒ ১,৮০০ মাইল
ⓓ ২,০২০ মাইল
8➤ ভারতে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের নাম-
ⓑ পরমবীর চক্র
ⓒ বীরচক্র
ⓓ কীর্তি চক্র
9➤ সলমন রুশদি নিম্নলিখিত কোন গ্রন্থটির জন্য বুকার পুরস্কার পেয়েছেন?
ⓑ স্যাটানিক ভার্সেস
ⓒ আমস্টারডাম
ⓓ দ্যা সি
10➤ কোন ভারতীয় প্রথম বুকার পুরস্কার পান?
ⓑ ভি.এস.নইপাল
ⓒ অরুন্ধতী রায়
ⓓ অরবিন্দ আভিগা
11➤ কোন প্রধানমন্ত্রী আমলে পোখরানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়?
ⓑ নরসিমা রাও
ⓒ মনমোহন সিং
ⓓ ইন্দিরা গান্ধি
12➤ ভারতের একমাত্র যে অঙ্গরাজ্যটির নিজস্ব সংগঠন আছে, সেটি হল –
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ জম্বু ও কাশ্মীর
ⓓ কেরল
13➤ ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়?
ⓑ ত্রিপুরা
ⓒ সিকিম
ⓓ হিমাচল প্রদেশ
14➤ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ⓑ বি.ডি. জাত্তি
ⓒ সর্বপল্লী রাধাকৃষ্ণন
ⓓ বি. আর. আম্বেদকর
15➤ ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত?
ⓑ মনিপুর
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ হরিয়ানা
16➤ স্বাধীন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ প্রবর্তিত হয়?
ⓑ গুজরাট
ⓒ রাজস্থান
ⓓ হরিয়ানা
17➤ ব্যাকটেরিয়ার আবিষ্কারক হলেন-
ⓑ লিউয়েন হক
ⓒ কার্ল এবার্থ
ⓓ ক্রিস্টিয়ানো বানার্ড
18➤ ফাউন্টেন পেন আবিষ্কার করেন-
ⓑ জন হ্যারিসন
ⓒ ওয়াটারম্যান
ⓓ আলেকজান্ডার পার্কস
19➤ টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন –
ⓑ ডেনিস প্যাপিন
ⓒ লুই ব্ল্যাটনার
ⓓ ডব্লু.এ. মারিসন
20➤ পান্না কি দিয়ে তৈরি হয়?
ⓑ লুটেসিয়াম
ⓒ বেরিলিয়াম
ⓓ কোয়ার্জ