GK Question and Answer In Bengali
জেনারেল নলেজ জিকে প্রশ্নোত্তর পর্ব ২৫। বন্ধুরা আসন্ন WBCS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ Question Answer দেওয়া হল। প্রতিনিয়ত জিকে মক টেস্ট, GK Quiz, GK Pdf, GK Question Answer পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।
GK Question and Answer
১. কে সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হন?
(a) ডক্টর জাকির হোসেন
(b) ভি.ভি. গীরি
(c) নিলাম সঞ্জীব রেড্ডি
(d) আর. ভেঙ্কটরমন
উত্তর: নিলাম সঞ্জীব রেড্ডি
২. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?
(a) জামা মসজিদ
(b) নাখোদা মসজিদ
(c) কাটরা মসজিদ
(d) মোতি মসজিদ
উত্তর: জামা মসজিদ
৩. কোন শহরের প্রাচীন নাম ‘ক্রিস্টিনা‘?
(a) এডিনবরা
(b) ওয়াশিংটন
(c) পিটসবার্গ
(d) অসলো
উত্তর: অসলো
৪. তামাক উৎপাদনে কোন রাষ্ট্র শ্রেষ্ঠ স্থান অধিকারী?
(a) রাশিয়া
(b) ইউক্রেন
(c) চীন
(d) ভারত
উত্তর: চীন
৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?
(a) মীরজাফর
(b) মীরকাশিম
(c) সিরাজউদ্দৌলা
(d) নজম–উদ্দৌলা
উত্তর: নজম–উদ্দৌলা
৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেন কত খ্রিস্টাব্দে?
(a) ১৭১৭ খ্রিস্টাব্দে
(b) ১৭৫৮ খ্রিস্টাব্দে
(c) ১৭৬৫ খ্রিস্টাব্দে
(d) ১৮০০ খ্রিস্টাব্দে
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে
৭. সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
(a) ১৭৭৫
(b) ১৭৮২
(c) ১৭৮৬
(d) ১৭৮৯
উত্তর: ১৭৮২
৮. কোন ভারতীয় রাজা নেপোলিয়ন এর কাছ থেকে ব্রিটিশ বিতাড়নের জন্য সাহায্য চেয়েছিলেন?
(a) শিবাজী
(b) হায়দার আলী
(c) টিপু সুলতান
(d) জয়সিংহ
উত্তর: টিপু সুলতান
৯. মহারাজা রনজিৎ সিং এর রাজধানী কোথায় ছিল ?
(a) পাতিয়ালা
(b) লাহোর
(c) অমৃতসর
(d) ভাতিণ্ডা
উত্তর: লাহোর
১০. নিম্নলিখিত কোন ব্যক্তি নতুন দিনপঞ্জি, নতুন মুদ্রা ব্যবস্থা, নতুন ওজন পদ্ধতি প্রবর্তন করেছিলেন?
(a) মুর্শিদকুলি খাঁ
(b) হায়দার আলী
(c) টিপু সুলতান
(d) শিবাজী
উত্তর: টিপু সুলতান
১১. কে ভারতীয় স্বাধীনতা সংঘ করেন?
(a) রাসবিহারী বসু
(b) জয়প্রকাশ নারায়ন
(c) সুভাষচন্দ্র বসু
(d) আরুনা আসাফ আলি
উত্তর: রাসবিহারী বসু
১২. দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে গান্ধীজী যে সাময়িক পত্র প্রকাশ করেন তার নাম কি?
(a) নবযৌবন
(b) ইন্ডিয়ান গেজেট
(c) ইন্ডিয়ান ওপিনিয়ন
(d) আফ্রিকান গেজেট
উত্তর: ইন্ডিয়ান ওপিনিয়ন
১৩. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড ময়রা
(d) লর্ড মিন্টো
উত্তর: লর্ড ক্যানিং
১৪. সিধু ও কানুর নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয় তার নাম কি?
(a) রংপুর বিদ্রোহ
(b) পাইক বিদ্রোহ
(c) সাঁওতাল বিদ্রোহ
(d) কোল বিদ্রোহ
উত্তর: সাঁওতাল বিদ্রোহ
১৫.কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু ঘটে?
(a) শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে
(b) বন্দিবাসের যুদ্ধে
(c) মাদ্রাজের যুদ্ধে
(d) কোনটাই নয়
উত্তর: শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে
১৬. কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?
(a) ১৮১৭
(b) ১৮২৪
(c) ১৮২৮
(d) ১৮৩৫
উত্তর:: ১৮২৪
১৭. কলকাতা কর্পোরেশন কয়টি ওয়ার্ড আছে?
(a) ১৮৯ টি
(b) ১৬১ টি
(c) ১৪১ টি
(d) ১৫০ টি
উত্তর: ১৪১ টি
১৮. পশ্চিমবঙ্গের জেলা পরিষদের বাজেট কার দ্বারা অনুমোদিত হয়?
(a) জেলা সভাধিপতি
(b) বিডিও
(c) জেলাশাসক
(d) রাজ্য সরকার
উত্তর: রাজ্য সরকার
১৯. পুরসভার নির্বাচন কে প্রচলন করেন?
(a) চেয়ারম্যান
(b) রাজ্য নির্বাচন কমিশনার
(c) জেলাশাসক
(d) বিডিও
উত্তর: রাজ্য নির্বাচন কমিশনার
২০. পঞ্চায়েত আইন অনুসারে ন্যায় পঞ্চায়েতে কতজন সদস্য থাকেন?
(a) ৫ জন
(b) ৭ জন
(c) ৯জন
(d) ১১ জন
উত্তর: ৫ জন