GK Question and Answer In Bengali
বিভিন্ন পরীক্ষার জন্য আমরা আপনাদের জন্য দিচ্ছি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ GK Question Answer। আমাদের দেওয়া প্রত্যেকটি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুব গুরুত্বপূর্ণ।
GK Question and Answer In Bengali
১. কাটুম কুটুম –এর সৃষ্টিকর্তা কে?
(a) অবনীন্দ্রনাথ ঠাকুর
(b) হেমেন গাঙ্গুলী
(c) যামিনী রায়
(d) রবি বর্মা
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
২. ‘ভেনাসের জন্ম‘ চরিত্রটি চিত্রকর কে?
(a) রাফাইল
(b) পাবলো পিকাসো
(c) লিওনার্দো দ্য ভিঞ্চি
(d) মাইকেল অ্যাঞ্জোলো
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি
৩. কলকাতা হাইকোর্টের ভৌগোলিক এক্তিয়ার পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাকার আছে?
(a) বিহার
(b) ঝাড়খন্ড
(c) আন্দামান ও নিকোবর
(d) উড়িষ্যা
উত্তর: আন্দামান ও নিকোবর
৪. নিম্নলিখিত কোন রাজ্যে কোন হাইকোর্ট নেই?
(a) রাজস্থান
(b) ঝাড়খন্ড
(c) অসম
(d) মধ্যপ্রদেশ
উত্তর: ঝাড়খন্ড
৫. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
(a) হলুদ
(b) সবুজ
(c) বেগুনি
(d) নীল
উত্তর: বেগুনি
৬. নিম্নলিখিত কোন লোকসভার অধ্যক্ষ কপ্টার দুর্ঘটনায় প্রান হারান?
(a) জি.বি. মভলঙ্কর
(b) সর্দার হুকুম সিং
(c) নিলাম সঞ্জীব রেড্ডি
(d) জি.এম. বালাযোগী
উত্তর: জি.এম. বালাযোগী
৭. নিম্নলিখিত কোন লোকসভার অধ্যক্ষ সবচেয়ে কম সময়ে কার্যভার চালান?
(a) সর্দার হুকুম সিং
(b) নিলাম সঞ্জীব রেড্ডি
(c) বলরাম জাখর
(d) বলিয়াম ভগৎ
উত্তর: নিলাম সঞ্জীব রেড্ডি
৮. ভারতের তৃতীয় রাষ্টপতির নাম কি?
(a) ডক্টর জাকির হোসেন
(b) ভি.ভি. গীরি
(c) ফকরুদ্দিন আলি আহমেদ
(d) বি.ডি.জাত্তি
উত্তর: ডক্টর জাকির হোসেন
৯. কম্পিউটার সংক্রান্ত ‘RAM’ কথাটির অর্থ কি?
(a) Read Access Mark
(b) Random Access Memory
(c) Read Against Memory
(d) Register Abolition Method
উত্তর: Random Access Memory
১০. ‘পান্ডব গোয়েন্দা‘ কোন কথা শিল্পীর সৃষ্টি?
(a) সুনীল গঙ্গোপাধ্যায়
(b) নীহাররঞ্জন রায়
(c) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(b) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
উত্তর: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
১১.’ ডক্টর জিভাগো‘ চরিত্রটি সৃষ্টিকর্তা কে?
(a) চার্লস ডিকেন্স
(b) বরিস প্যাস্তারনাক
(c) লুইস করোল
(d) লিও টলস্টয়
উত্তর: বরিস প্যাস্তারনাক
১২. “Beauty is the truth, truth is beauty “- কথাটি কার?
(a) শেক্সপিয়ার
(b) বায়রন
(c) শেলি
(d) কিটস
উত্তর: কিটস
১৩. নিম্নলিখিত কোন খাদ্য থেকে ভিটামিন-A পাওয়া যায়?
(a) কড লিভার অয়েল
(b) মটরশুঁটি
(c) ইলিশ মাছ
(d) মটর ডাল
উত্তর: ইলিশ মাছ
১৪. নিম্নলিখিত কোন খাদ্য থেকে ভিটামিন-K পাওয়া যায়?
(a) পালং শাক
(b) মাখন
(c) ডিমের কুসুম
(d) সয়াবিন
উত্তর: পালং শাক
১৫. ‘জিয়া মেইজ‘ কার বৈজ্ঞানিক নাম?
(a) মটর
(b) গম
(c) ভুট্টা
(d) সিঙ্কোনা
উত্তর: ভুট্টা
১৬. মৌমাছির বৈজ্ঞানিক নাম কি?
(a) বস ইন্ডিকাস
(b) এপিস ইন্ডিকা
(c) ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
(d) কলম্বিয়া লিবিয়া
উত্তর: এপিস ইন্ডিকা
১৭. ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? (a) এন্টোমলজি
(b) এথনোলজি
(c) এমব্রায়োলজি
(d) জেনেসিয়োলজি
উত্তর: এমব্রায়োলজি
১৮. নিম্নলিখিত কোন ভূমি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন?
(a) রায়তওয়ারি
(b) মহলওয়ারি
(c) ইমানদারি
(d) জামিনদারি
উত্তর: জামিনদারি
১৯. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড বেন্টিং
উত্তর: লর্ড ক্যানিং
২০. ভারতের কোন গভর্নর জেনারেল লোক গণনা সূচনা করেন?
(a) লর্ড রিপন
(b) লর্ড মেয়ো
(c) লর্ড ক্লাইভ
(d) লর্ড ডালহৌসি
উত্তর: লর্ড মেয়ো