Geography Question Answer In Bengali
আসন্ন WBCS এবং অন্যান্য Competitive Exam এর জন্য এই পর্বে দেওয়া ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। আগের পর্বে দেওয়া Geography GK MCQ Question Answer গুলো না দেখে থাকলে দেখে নিন। প্রতিটি প্রশ্ন উত্তর আপনাদের উপযোগী হবে।
Geography MCQ Question and Answer In Bengali
1➤ 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে?
ⓑ নারকোন্ডাম
ⓒ লাক্ষাদ্বীপ
ⓓ নিকোবর
2➤ পালঘাট গিরিপথ কোন পর্বতমালায়?
ⓑ পূর্বঘাট
ⓒ হিমাদ্রি হিমালয়
ⓓ পিরপঞ্জাল পর্বত শ্রেণী
3➤ কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি কিলিমাঞ্জারো?
ⓑ দক্ষিণ আমেরিকা
ⓒ আফ্রিকা
ⓓ অস্ট্রেলিয়া
4➤ বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি?
ⓑ কায়রো
ⓒ তেহেরান
ⓓ আল আজিজিয়া
5➤ ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
ⓑ পামির মালভূমি
ⓒ উত্তর মেরু
ⓓ তিব্বত
6➤ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত মিটার?
ⓑ 8598 মিটার
ⓒ 8958 মিটার
ⓓ 8611 মিটার
7➤ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল-
ⓑ ফালুট
ⓒ সান্দাকাফু
ⓓ জলাপাহাড়
8➤ বর্তমানে হিমালয় পর্বত শ্রেণীর যে অঞ্চলে অবস্থিত আছে একসময় সেখানে ছিল –
ⓑ টেথিস সাগর
ⓒ লরেসিয়াল্যান্ড
ⓓ লরেসিয়াল্যান্ড
9➤ পৃথিবীর শীতলতম স্থান হল-
ⓑ ভস্টক
ⓒ ভারখয়ানস্ক
ⓓ গ্রিনল্যান্ড
10➤ পাত- গাঠনিক তথ্য কিসের জন্য প্রযোজ্য?
ⓑ সঞ্চয়জাত পর্বত এর উৎপত্তি
ⓒ ভঙ্গিল পর্বত গঠনে
ⓓ সমভূমি সৃষ্টি
11➤ পশ্চিমবঙ্গে শুশুনিয়া কি জাতীয় পাহাড়?
ⓑ ভঙ্গিল
ⓒ স্তুপ
ⓓ সঞ্চয়জাত
12➤ পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত –
ⓑ U- আকৃতির
ⓒ I- আকৃতির
ⓓ L-আকৃতির হয়
13➤ ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ এর নাম কি?
ⓑ মাজুলী
ⓒ পূর্বাশা
ⓓ সুন্দরবন
14➤ তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি?
ⓑ দিবং
ⓒ লোহিত
ⓓ সাংপো
15➤ ভারতের 90% নদী পড়েছে-
ⓑ বঙ্গোপসাগরে
ⓒ ভারত মহাসাগরে
ⓓ কচ্ছ উপসাগর
16➤ কোন নদীকে ‘দক্ষিণের গঙ্গা’ নামে পরিচিত?
ⓑ কৃষ্ণা
ⓒ নর্মদা
ⓓ মহানদী
17➤ নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধু নদের উপনদী নয়?
ⓑ চন্দ্রভাগা
ⓒ বিতস্তা
ⓓ বিপাশা
18➤ কোনটির আরেক নাম ‘বরফের চাদর'(Ice sheet)-
ⓑ মহাদেশীয় হিমবাহ
ⓒ পর্বত পাদদেশীয় হিমবাহ
ⓓ উপত্যকা হিমবাহ
19➤ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
ⓑ অ্যাঞ্জেল
ⓒ ভিক্টোরিয়া
ⓓ গেরসোপ্পা
20➤ গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?
ⓑ রাজমহল
ⓒ হরিদ্বার
ⓓ হৃষীকেশ