MCQ Question Answer On Geography In Bengali
Indian Geography MCQ Question Answer In Bengali : আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন বিষয়ে জিকে প্রশ্নোত্তর দিয়ে থাকি। এই পর্বে আপনাদের জন্য থাকছে ভূগোল প্রশ্নোত্তর পর্ব ৩। আগের পর্ব গুলিতে আমরা আপনাদের জন্য বেশ কিছু প্রশ্নোত্তর দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন।
Geography Gk Questions Answers
১.ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
(A)নন্দাদেবী
(B)গডউইন অস্টিন
(C) এভারেস্ট
(D)কাঞ্চনজঙ্ঘা
উত্তর: গডউইন অস্টিন
২. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়?
(A)পশ্চিমবঙ্গ
(B)মহারাষ্ট্র
(C)তামিলনাড়ু
(D)অসম
উত্তর: তামিলনাড়ু
৩.কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
(A)কুমেরু
(B) সুমেরু
(C) মূল মধ্যরেখা
(D) বিষুবরেখা
উত্তর: বিষুব রেখা
৪. নিচের কোনটি পাললিক শিলা নয়?
(A)ডলোমাইট
(B)ডলোরাইট
(C) কয়লা
(D)কংগ্লোমারেট
উত্তর: ডলোরাইট
৫. চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত?
(A)সাইক্লোন
(B)হ্যারিকেন
(C)টর্নেডো
(D)টাইফুন
উত্তর: টাইফুন
৬. অক্ষাংশের সর্বোচ্চ মান কত?
(A) 180°
(B) 360°
(C) 90°
(D) 66°
উত্তর: 90°
৭. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রভাব সাধারণত বেশি?
(A)উষ্ণ মরু অঞ্চল
(B) শীতলশুষ্ক অঞ্চল
(C) উষ্ণ আর্দ্র অঞ্চল
(D) শীতল আর্দ্র অঞ্চল
উত্তর: উষ্ণ আর্দ্র অঞ্চল
৮.উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90°?
(A) সুমেরু
(B) সুমেরু বৃত্ত
(C)কর্কটক্রান্তি রেখা
(D)নিরক্ষরেখা
উত্তর: সুমেরু
৯. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক?
(A)টাইফুন
(B)সাইক্লোন
(C)হ্যারিকেন
(D)টর্নেডো
উত্তর:টর্নেডো
১০. কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়?
(A) ক্যাস্পিয়ান সমুদ্র
(B) সারগোসা সমুদ্র
(C) কৃষ্ণ সাগর
(D) ক্যারিবিয়ান সাগর
উত্তর: সারগোসা সমুদ্র
১১. সিরোজেম কি?
(A)কৃষ্ণমৃত্তিকা
(B)পলিমাটি অঞ্চল
(C) পডসল
(D)মরু অঞ্চলের মাটি
উত্তর: মরু অঞ্চলের মাটি
১২. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়?
(A)ফনিমনসা
(B)পাইন
(C)গর্জন
(D)সুন্দরী
উত্তর: সুন্দরী
১৩. নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ?
(A) শিশু
(B)শাল
(C)গর্জন
(D)রবার
উত্তর: শাল
১৪. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়?
(A) নিস
(B) কোর্য়াটজাইট
(C) স্লেট
(D) শ্বেত পাথর
উত্তর: শ্বেত পাথর
১৫. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায়–
(A) 500°C
(B) 1000°C
(C) 1500°C
(D) 4000°C
উত্তর: 4000°C
১৬. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয় –
(A) আঁধি
(B) লু
(C) আশ্বিনের ঝড়
(D) কালবৈশাখী
উত্তর: আশ্বিনের ঝড়
১৭. পৃথিবীর কোন দেশকে ‘পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ‘ আখ্যা দেওয়া হয়?
(A)সুইজারল্যান্ড
(B)ভারত
(C)জাপান
(D)শ্রীলংকা
উত্তর: ভারত
১৮.প্রতি মার পার্থক্য সময়ের পার্থক্য কত?
(A) 1মিনিট
(B) 1 সেকেন্ড
(C) 4 মিনিট
(D) 4সেকেন্ড
উত্তর: 4 মিনিট
১৯. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) ডোডোবেটা
(B) পাঁচমারি
(C) গুরুশিখর
(D) ধূপগড়
উত্তর: গুরুশিখর
২০. পঞ্চনদীর দেশ কাকে বলে?
(A) পাঞ্জাব
(B) তামিলনাড়ু
(C) মধ্যপ্রদেশ
(D) কেরল
উত্তর: পাঞ্জাব
Part | Link |
---|---|
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 1 | Click Here |
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 2 | Click Here |
গিরিপথ ও তাদের অবস্থান | Click Here |
হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি | Click Here |