Geography MCQ Question Answer
Geography mcq Question Answer | Geography For WBCS | MCQ
বন্ধুরা,
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। এই ভূগোল বা Geography Gk Mcq পর্বটিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি, যে গুলো আপনাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এসে থাকে। এই gk mcq Questions Answers গুলি অবশ্যই আপনাদের আসন্ন প্রতিযোগিতামূলক exam যেমন wbcs, psc, upsc, net, set, ssc, rail, ssc gd, group c, group d, bank, agriculture, wbp si এবং পশ্চিমবঙ্গ পুলিশ এমনকি বিভিন্ন competitive exam এর জন্য উপকারিতা অর্জন করবেন। আমরা Geography এর নানা বিষয়ে আপনাদের জন্য বিভিন্ন রকম প্রশ্ন উত্তর এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবে যা আপনাদের আসন্ন পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে।
নিচে আমরা ভূগোলের gk mcq প্রশ্ন উত্তর গুলি দিয়ে দেওয়া হল। আজকে এই পর্বে আমরা Geography বিষয়ে MCQ SET-1দিয়েছি।পরবর্তীতে আমরা geography এর উপর থেকে আরও বিভিন্ন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর দেওয়া হবে। পরবর্তী সেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের website এর সঙ্গে যুক্ত হবেন। আপনারা যদি general Knowledge বিষয়ে প্রশ্নোত্তর দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আমাদের website এ বিভিন্ন বিষয়ে gk questions answers দেওয়া আছে।
Geography Set-1 MCQ Question Answer
1.পুস্তাজ (Pustaz)তৃণভূমিটি কোথায় অবস্থিত?
(A) দক্ষিণ আমেরিকা
(B)ইউরোপ ও এশিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D)হাঙ্গেরি
হাঙ্গেরি
2.সেলভা (Selvas)তৃণভূমিটি কোথায় অবস্থিত?
(A) হাঙ্গেরি
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইউরোপ ও এশিয়া
(D)দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকা
3.লুনি নদীর উপর অবস্থিত হ্রদের নাম কী?
(A) উলার হ্রদ
(B) পুষ্কর হ্রদ
(C) সম্বর হ্রদ
(D)চিল্কা হ্রদ
পুষ্কর হ্রদ
4.দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত?
(A) মহীশূর
(B) থুম্বা ( কেরালা )
(C)কাসেরগড় ( কেরালা )
(D)কার্নাল (হরিয়ানা)
কার্নাল (হরিয়ানা)
5.অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডক্যাল সায়েন্স কোথায় অবস্থিত?
(A) দিল্লি
(B)mumbai
(C)বেঙ্গালুরু
(D)হায়দ্রাবাদ ( অন্ধ্রপ্রদেশ )
দিল্লি
6.পম্পাস (Pampas)তৃণভূমিটি কোথায় অবস্থিত?
(A) আফ্রিকা ও অস্ট্রেলিয়া
(B) দক্ষিণ আমেরিকা ( আর্জেন্টিনা ও উরুগুয়ে )
(C) উত্তর আমেরিকা
(D)হারবাট মার্কিউজ
দক্ষিণ আমেরিকা ( আর্জেন্টিনা ও উরুগুয়ে )
7.পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশ
(B)কেরল
(C)শ্রীনগর
(D)জয়পুর
অন্ধ্রপ্রদেশ
8.চা , কফি গবেষণাগার কোথায় অবস্থিত?
(A) নাগপুর
(B)কাসারগড়
(C)কটক ( ওড়িশা )
(D)পুসা ( দিল্লি )
কাসারগড়
9.সাভানা(Savanah)তৃণভূমিটি কোথায় অবস্থিত?
(A) আফ্রিকা ও অস্ট্রেলিয়া
(B)উত্তর আমেরিকা
(C)দক্ষিণ আমেরিকা ( আর্জেন্টিনা ও উরুগুয়ে )
(D)অস্ট্রেলিয়া
আফ্রিকা ও অস্ট্রেলিয়া
10.অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশ
(B)কেরল
(C)শ্রীনগর
(D)জয়পুর
কেরল
Part | Link |
---|---|
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 2 | Click Here |
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 3 | Click Here |
গিরিপথ ও তাদের অবস্থান | Click Here |
হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি | Click Here |