Geography MCQ Question Answer | Part – 2 | Geography GK in Bengali
➤ ভূগোল প্রশ্নোত্তর পর্ব – ২
Dear Friends,
আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর আগে আমরা ভূগোলের উপর থেকে Part – 1 এ বেশ কিছু প্রশ্নোত্তর দিয়েছিলাম। আজকে আপনাদের জন্য Geography Mcq Questions Answers পর্ব ২ টি দেওয়া হল। এই পর্বের ভূগোল বিষয়ের প্রতিটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় ভূগোলের এই gk Question Answer গুলো অবশ্যই উপযোগী হবে।
👉 ভূগোল প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল
script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>
ভূগোল প্রশ্নোত্তর – Geography Question Answer
1. উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়?
আমস্টারডাম
লন্ডন
টরেন্টো
অসলো
Answer : আমস্টারডাম
2. কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তরাখণ্ড এ
উত্তর প্রদেশ এ
বিহার এ
ঝাড়খন্ড এ
Answer : উত্তর প্রদেশ এ
3. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ অতিক্রম করে ?
script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>
প্রায় 1 ডিগ্রি
প্রায় 2 ডিগ্রি
প্রায় 3 ডিগ্রি
প্রায় 4 ডিগ্রি
Answer : প্রায় 1 ডিগ্রি
4. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?
দামোদর
রূপনারায়ন
দারকেশ্বর
জলঢাকা
Answer : দামোদর
5. গঙ্গার সবথেকে বড় উপনদীর নাম কি?
যমুনা
গন্ডোক
ঘাঘরা
কুশি
Answer : যমুনা
6. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
হিমালয়
আল্পস
আন্দিজ
রকি
Answer : আন্দিজ
7. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
বুধ
মঙ্গল
বৃহস্পতি
শুক্র
Answer : শুক্র
8. পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়?
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর–পূর্ব ইংল্যান্ড
জার্মানি
জাপান
Answer : উত্তর–পূর্ব ইংল্যান্ড
9. পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক?
script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>
শ্রীলঙ্কা
পাকিস্তান
মালয়েশিয়া
বাংলাদেশ
Answer : বাংলাদেশ
10. পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক?
কলকাতাতে
মেক্সিকো সিটিতে
মস্কোতে
টোকিও তে
Answer : টোকিও তে
11. কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়?
অস্ট্রেলিয়াকে
নিউজিল্যান্ডকে
সাউথ আফ্রিকাকে
ভারতকে
Answer : নিউজিল্যান্ডকে
12. গ্রিনিচ মধ্যরেখা আরেকটি কোন নামে পরিচিত?
অসলো টাইম নামে
জুলু টাইম নামে
সিডনী টাইম নামে
নিউইয়র্ক টাইম নামে
Answer : জুলু টাইম নামে
13. অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
বাতাসের গতিবেগ মাপতে
সমুদ্রের গতিবেগ মাপতে
প্রাণীদের বুদ্ধিমত্তা মাপতে
ভূমিকম্পের তীব্রতা মাপতে
Answer : বাতাসের গতিবেগ মাপতে
14. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
জয়সলমীর
মাউন্ট আবু
ইটানগর
লে
Answer : লে
15. গঙ্গা কটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
4 টি
7 টি
6 টি
5 টি
Answer : 5 টি
16. ‘পঞ্চ নদীর দেশ‘ নিচের কোনটি?
মায়ানমার
পাঞ্জাব
শ্রীলঙ্কা
মধ্যপ্রদেশ
Answer : পাঞ্জাব
17. ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের ভেনিস বা রোম‘ বলা হয়?
কোচি
কলকাতা
গুয়াহাটি
শিলং
Answer : কোচি
script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>
18. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
কৃষ্ণা
কাবেরী
গোদাবরী
গঙ্গা
Answer : গোদাবরী
19. কোন নদীকে কাশ্মীরের ‘ভেত‘ বলে ডাকা হয়?
বিতস্তা
চেনাব
গণ্ডকী
ঝিলাম
Answer : ঝিলাম
20. পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল প্রায়–
360 মিলিয়ন বর্গ কিমি
252 মিলিয়ন বর্গ কিমি
148 মিলিয়ন বর্গ কিমি
125 মিলিয়ন বর্গ কিমি
Answer : 148 মিলিয়ন বর্গ কিমি
21. কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন‘ বলা হয়?
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
সাউথ আফ্রিকা
ভারত
Answer : নিউজিল্যান্ড
22. গ্রিনিচ মধ্যরেখা আরেকটি কোন নামে পরিচিত?
অসলো টাইম
জুলু টাইম
সিডনী টাইম
নিউইয়র্ক টাইম
Answer : জুলু টাইম
23. অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
বাতাসের গতিবেগ
সমুদ্রের গতিবেগ
প্রাণীদের বুদ্ধিমত্তা
ভূমিকম্পের তীব্রতা
Answer : বাতাসের গতিবেগ
ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
জয়সলমীর
মাউন্ট আবু
ইটানগর
লে
Answer : লে
24. গঙ্গা কটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
A) 4 টি
B) 7 টি
C) 6 টি
D) 5 টি
Answer : D) 5 টি
25. উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়?
আমস্টারডাম
লন্ডন
টরেন্টো
অসলো
Answer : আমস্টারডাম
26. কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তরাখণ্ডে
উত্তর প্রদেশে
বিহারে
ঝাড়খন্ডে
Answer : উত্তর প্রদেশে
27. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী তার কক্ষ পথের কত গুলি পথ অতিক্রম করে ?
প্রায় 1 ডিগ্রি
প্রায় 2 ডিগ্রি
প্রায় 3 ডিগ্রি
প্রায় 4 ডিগ্রি
Answer ; প্রায় 1 ডিগ্রি
28. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?
A) দামোদর
B) রূপনারায়ন
C) দারকেশ্বর
D) জলঢাকা
Answer : A) দামোদর
29. গঙ্গার সবথেকে বড় উপনদীর নাম কি?
যমুনা
গন্ডোক
ঘাঘরা
কুশি
Answer : যমুনা
30. ‘পঞ্চ নদীর দেশ‘ নিচের কোনটি?
মায়ানমার
পাঞ্জাব
শ্রীলঙ্কা
মধ্যপ্রদেশ
Answer : পাঞ্জাব
Previous.. Next..
Part | Link |
---|---|
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 1 | Click Here |
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 3 | Click Here |
গিরিপথ ও তাদের অবস্থান | Click Here |
হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি | Click Here |