Gk in bengali | wbp wbcs gk mcq | পশ্চিমবঙ্গ পুলিশ বাংলা gk question answer in bengali

Table of Contents

GK FOR WBCS & WBP & GROUP C

20210629 230548 Gk in bengali | wbp wbcs gk mcq | পশ্চিমবঙ্গ পুলিশ বাংলা gk question answer in bengali

GK QUESTIONS ANSWERS  

Hello বন্ধুরা,

            আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গুরুত্ব পূর্ণ GK প্রশ্ন উত্তর। এই gk প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন sourse সংগ্রহ করা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে।

আমরা আজকে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs এর জন্য যে gk প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্ন গুলোর কম করে ৫০% প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই প্রশ্ন উত্তর গুলির প্রায় ৮০% বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য  কমন যোগ্য। নিচে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন। আপনারা চাইলে pdf নিচের লিন্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

GK Question Answer   

1) ভারতের কোন রাজ্যের সীমানা (Border) সবচেয়ে বেশি সংখ্যায় রাজ্যের সীমানার মধ্যে আছে ?

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)

বিহার (Bihar)

মধ্যপ্রদেশ (Madhya Pradesh)

উত্তর প্রদেশ (UP)

উত্তর:  উত্তর প্রদেশ (UP)

2) কবে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল ?

1956 সালে

1995 সালে

2000 সালে

2005 সালে

উত্তর : 1995 সালে

3) নিম্ন লিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি   রেখা গেছে ?

অন্ধ্রপ্রদেশ

উত্তর প্রদেশ

মহারাষ্ট্র

মধ্যপ্রদেশ

উত্তর :  মধ্যপ্রদেশ

4)  কোন ভারতীয় ব্যাক্তি সম্প্রতি কালে দক্ষিণ কোরিয়ার Seoul Peace Prize পেয়েছেন ?

রামনাথ কোবিন্দ

নরেন্দ্র দামোদার দাস মোদি

বেঙ্কাইয়া নাইডু

নির্মলা সীতারমনা

উত্তর : নরেন্দ্র দামোদার দাস মোদি

5) কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন ?

বাবর

শেরশাহ

আকবর

শাহজাহান

উত্তর : শেরশাহ

6) Pasport Index ২০১৯ এ ভারতের স্থান কত ছিল ?

74

67

66

52

উত্তর :  67

7) সাবান হল এক ধরনের –

উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ

সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ

উচ্চ আনবিক ভর সম্পন্ন অ্যালকোহল

গ্লিসারল ও ফেনলের মিশ্রণ

উত্তর : উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং  পটাশিয়াম লবণ

8)  2019 রঞ্জি ট্রফি কোন দল জিতল ?

বিধর্ব

রেলওয়ে

সৌরাষ্ট্র

বেঙ্গল

উত্তর :  বিধর্ব

9) তিতুমীর কে ছিলেন ?

ওয়াহাবি আন্দোলনের নেতা

ফরাজি আন্দোলনের নেতা

সিপাহী বিদ্রোহের নেতা

নীল বিদ্রোহের নেতা

উত্তর : ওয়াহাবি আন্দোলনের নেতা

10) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

সমাচার দর্পন (Samachar Darpan)

সংবাদ কৌমুদী (Sanbad Koumodi)

সংবাদ প্রভাকর (Sambad Prabhakar)

তত্ত্ববোধিনী পত্রিকা (Tatwabodhini Patrika)

উত্তর : সমাচার দর্পন (Samachar Darpan)

11) কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাস্পঘনত্ব কত হবে ?

20

84

21

63

উত্তর :  21

12) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা করেন যিনি তিনি হলেন ?

নবগোপাল মিত্র।

বালগঙ্গাধর তিলক।

অক্ষয় কুমার দত্ত।

সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

উত্তর :  নবগোপাল মিত্র।

13) ৮০তম বার্ষিক Desert Festival কোথায় অনুষ্ঠিত হলো  ?

জয়সালমীর

জয়পুর

উদয়পুর

বারানসি

উত্তর :  জয়সালমীর

14) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয় ?

1923 সালে

1925 সালে

1930 সালে

1941 সালে

উত্তর : 1923 সালে

15) ইনসুলিন নিঃসৃত হয় কোথা হইতে ?

কিডনি মধ্য থেকে

পিটুইটারি গ্রন্থির থেকে

প্যানক্রিয়াসের মধ্যে থেকে

থাইরয়েড গ্রন্থি থেকে

উত্তর :  প্যানক্রিয়াস থেকে

16)   2018 সালে মেডিসিন অর্থাৎ ফিজিওলজিতে কারা কারা Nobel Prize পেয়েছেন ?

জেমস্ পি অ্যালিসন ও তাসাকু হোঞ্জো

কার্ল জুন ও রে ব্রাউন

স্টিফেন রোজেনবার্গ ও তাসাকু হোঞ্জো

জেলিক এসার ও কার্ল জুন

উত্তর : স্টিফেন রোজেনবার্গ ও তাসাকু হোঞ্জো

17) কোন রাজার কীর্তি এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত আছে ?

স্কন্দ গুপ্ত

সমুদ্রগুপ্ত

শ্রীগুপ্ত

কোনটাই নয়

উত্তর :  সমুদ্রগুপ্ত

18) বিজয় ঘাট কার সমাধিস্থল ?

ইন্দ্রিরা গান্ধি

লাল বাহাদুর শাস্ত্রি

জহর লাল নেহেরু

মহাত্মা করমচাঁদ গান্ধী

উত্তর :  লাল বাহাদুর শাস্ত্রি

19) নর্মদা নদী মিলন স্থল কোথায় অবস্থিত ?

কচ্ছের রণ

খাম্বাত উপ-সাগর

আরব সাগর

বঙ্গোপোসাগর

উত্তর :  খাম্বাত উপ-সাগর

20) দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি ?

লিরা

র্যান্ড

ওন

কোয়াচ

উত্তর :  র্যান্ড

GK SET – 2                             Next

 

 

আপনারা যদি সম্পূর্ণ পর্বের  pdf টি ডাউনলোড করতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

👉 Click here to download  PDF

Leave a Comment