GK Question and Answer In Bengali | Part – 21 | জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

Table of Contents

General Knowledge Question Answer In Bengali

Bengali GK
General Knowledge Question Answer In Bengali

     

Upcoming Competitive Exam এর জন্য বিভিন্ন বিষয়ের উপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। আপনারা অবশ্যই জানেন আমাদের এই Website এ শুধু মাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা বিষয়ে GK, Notes, Pdf, Question Answer, Mock Test, GK Quiz ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এই পর্বের জিকে প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র আপনাদের পরীক্ষা সফলতার জন্য। তাই নিচে দেওয়া GK MCQ Question Answer গুলি দেখে নিন। 

 

GK MCQ Question Answer In Bengali     

      

1➤ বিশ্বকাপ ফুটবলে প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয়?

ⓐ আর্জেন্টিনা
ⓑ ইতালি
ⓒ ব্রাজিল
ⓓ উরুগুয়ে

➤ উরুগুয়ে


2➤ কার নেতৃত্বে ‘মন্ডল কমিশন’ গঠিত হয়?

ⓐ পরানচন্দ্র মন্ডল
ⓑ বিন্ধ্যেশ্বরী প্রসাদ মন্ডল
ⓒ মহাদেব গোবিন্দ মন্ডল
ⓓ কেউই নন

➤ বিন্ধ্যেশ্বরী প্রসাদ মন্ডল


3➤ ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়?

ⓐ ভিলাই
ⓑ জামশেদপুর
ⓒ পোর্টোনোভা
ⓓ রৌরকেল্লা

➤ পোর্টোনোভা


4➤ প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে?

ⓐ রাজেন তরফদার
ⓑ দাদাসাহেব ফালকে
ⓒ দেবকী বসু
ⓓ ঋষিকেশ মুখোপাধ্যায়

➤ দাদাসাহেব ফালকে


5➤ ভারতের কোন রাজনৈতিক নেতার ছবি প্রথম ডাকটিকিটে ব্যবহৃত হয়?

ⓐ মহাত্মা গান্ধী
ⓑ জহরলাল নেহেরু
ⓒ সুভাষচন্দ্র বসু
ⓓ বালগঙ্গাধর তিলক

➤ মহাত্মা গান্ধী


6➤ ‘নানাবতী কমিটি’ গঠিত হয়েছে কোন ঘটনার তদন্তের জন্য?

ⓐ মুম্বাই বিস্ফোরণ
ⓑ গোধরা কান্ড
ⓒ অক্ষরধাম মন্দির কান্ড
ⓓ বাবরি মসজিদ ধ্বংসকান্ড

➤ গোধরা কান্ড


7➤ ভারতীয় খেলোয়াড় পুনম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ বিলিয়ার্ডস
ⓑ তীরন্দাজ
ⓒ জুডো
ⓓ ভারোত্তোলন

➤ জুডো


8➤ রবি শাস্ত্রী প্রথম শ্রেণীর ক্রিকেটে কার বলে এক ওভারে ছয়টি ছয় মারেন?

ⓐ প্রবীণ আমরে
ⓑ তিলকরাজ
ⓒ কপিলদেব নিখাঞ্জ
ⓓ মদনলাল

➤ তিলকরাজ


9➤ ভারতের কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী লাভ করেন?

ⓐ গোষ্ঠ পাল
ⓑ চুনী গোস্বামী
ⓒ মঙ্গল পুরকায়স্থ
ⓓ প্রদীপ ব্যানার্জি

➤ গোষ্ঠ পাল


10➤ ভারতের কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময় কার্যভার পালন করেন?

ⓐ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓑ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
ⓒ নিলাম সঞ্জীব রেড্ডি
ⓓ ডক্টর জাকির হোসেন

➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ



11➤ কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?

ⓐ অক্টাভিয়া হিউম
ⓑ বদুরুদ্দিন তৈয়াবজি
ⓒ দাদাভাই নওরোজি
ⓓ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

➤ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


12➤ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

ⓐ আবুল কালাম আজাদ
ⓑ মোহাম্মদ আলী জিন্নাহ
ⓒ বদুরুদ্দিন তৈয়াবজি
ⓓ আজমল খান

➤ বদুরুদ্দিন তৈয়াবজি


13➤ নিম্নলিখিত কোন ব্যক্তি কখনোই কংগ্রেসের সভাপতি হননি?

ⓐ জহরলাল নেহেরু
ⓑ গোপালকৃষ্ণ গোখলে
ⓒ বাল গঙ্গাধর তিলক
ⓓ বদুরুদ্দিন তৈয়াবজি

➤ বাল গঙ্গাধর তিলক


14➤ নিম্নলিখিত কোন ব্যক্তিকে ‘নরমপন্থী’ বলা যাবে না?

ⓐ গোপালকৃষ্ণ গোখলে
ⓑ দাদাভাই নওরোজি
ⓒ বিপিনচন্দ্র পাল
ⓓ ফিরোজ শাহ মেহতা

➤ বিপিনচন্দ্র পাল


15➤ ন্যাশনাল এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?

ⓐ কলকাতা
ⓑ নাগপুর
ⓒ চেন্নাই
ⓓ কানপুর

➤ নাগপুর


16➤ ভাইরাস কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?

ⓐ রবিনসন
ⓑ বি. এরিংক
ⓒ রবার্ট ব্রাউন
ⓓ ডারউইন

➤ বি. এরিংক


17➤ কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম?

ⓐ লাল
ⓑ হলুদ
ⓒ সবুজ
ⓓ নীল

➤ লাল


18➤ মাতৃদুগ্ধে শর্করার পরিমাণ কত?

ⓐ ৭.৬%
ⓑ ১৫.৬%
ⓒ ৬.৮%
ⓓ ২৮.৩%

➤ ৬.৮%


19➤ সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ⓐ সিমলা
ⓑ শ্রীনগর
ⓒ কানপুর
ⓓ লখনৌ

➤ সিমলা


20➤ ভারতের কোন রাষ্ট্রপতি সবচেয়ে কম সময় কার্যভার পালন করেন?

ⓐ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
ⓑ ডক্টর জাকির হোসেন
ⓒ আর. ভেঙ্কটরমন
ⓓ নিলম সঞ্জীব রেড্ডি

➤ ডক্টর জাকির হোসেন


Leave a Comment