General Knowledge Question Answer In Bengali
প্রিয় শিক্ষার্থীগন,
Competitive Examination এর জন্য যারা Preparation নিচ্ছেন তাদের জন্য আমরা নতুন নতুন জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রতিনিয়ত দিয়ে থাকি। আমরা যে সব জিকে প্রশ্নোত্তর আপনাদের জন্য দেই সেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আমরা বিভিন্ন Source থেকে নতুন নতুন GK Question Answer সংগ্রহ করে আপনাদের জন্য দিয়ে থাকি। আমাদের দেওয়া প্রতিটি প্রশ্ন উত্তর আপনাদের উপযোগী হবে।
GK MCQ Question answer In Bengali
1➤ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিলেন?
ⓑ দ্বিতীয় বাহাদুর শাহ
ⓒ ফারুকশিয়র
ⓓ কেউই নয়
2➤ বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
ⓑ সিরাজউদ্দৌলা
ⓒ মীরজাফর
ⓓ মীরকাশিম
3➤ ভারতের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?
ⓑ ২১ বছর
ⓒ ২৫ বছর
ⓓ ৩০ বছর
4➤ লোকসভায় কে সরকারি বিল উত্থাপনের অধিকারী?
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ যে কোনো মন্ত্রী
ⓓ যে কোনো সাংসদ
5➤ সনেট’ নামক কবিতাটির ধরনটির উৎপত্তি হয়েছে কোন দেশে?
ⓑ ইটালি
ⓒ ফ্রান্স
ⓓ জার্মানি
6➤ পলাশীর যুদ্ধের পর কে নবাব হন?
ⓑ মীরকাশিম
ⓒ নজম -উদ্দৌলা
ⓓ সুজা-উদ্দৌলা
7➤ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কে আলিনগরের সন্ধি স্বাক্ষর করেন?
ⓑ আলীবর্দী খাঁ
ⓒ সিরাজউদ্দৌলা
ⓓ মীরজাফর
8➤ প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্র বীণা ও ইরানের বাদ্যযন্ত্র তম্বুরার সংমিশ্রণে কি সেতার যন্ত্র প্রচলন করেন?
ⓑ আমির খসরু
ⓒ মিনহাজ -উস -সিরাজ
ⓓ কেউই নয়
9➤ ভারতে পর্তুগিজ শক্তির প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
ⓑ বার্থোলোমিউ দিয়াজ
ⓒ আলফানসো ডি আলবুকার্ক
ⓓ টমাস রো
10➤ ভারতের সঙ্গে কারা প্রথম যৌথ বাণিজ্যের কোম্পানি গঠন করেছিল?
ⓑ পর্তুগিজ
ⓒ ফরাসি
ⓓ ওলন্দাজ
11➤ কে বিদুষী নারী যাগ্যবল্ক এর সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হন?
ⓑ গার্গী
ⓒ লোপামুদ্রা
ⓓ কমলা
12➤ নিম্নলিখিত কোন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হেয়ার ও রামমোহন রায়ের অবদান সর্বাগ্রগণ্য?
ⓑ সংস্কৃত কলেজ
ⓒ হিন্দু কলেজ
ⓓ স্কটিশ চার্চ কলেজ
13➤ স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল?
ⓑ গৌরীশংকর
ⓒ দয়াশংকর
ⓓ মূলাশংকর
14➤ রাজা রামমোহন ‘রায়’ ছিল উপাধি, প্রকৃত পদবী কি ছিল?
ⓑ রায়চৌধুরী
ⓒ বন্দ্যোপাধ্যায়
ⓓ মুখোপাধ্যায়
15➤ কোন বাঙালি কবির উপাধি ছিল ‘গুণরাজ খাঁ’?
ⓑ কৃত্তিবাস ওঝা
ⓒ চন্ডীদাস
ⓓ বিজয় গুপ্ত
16➤ ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশন কোন সময় কালে হয়?
ⓑ ফেব্রুয়ারি -মার্চ
ⓒ ফেব্রুয়ারি – মে
ⓓ মার্চ -এপ্রিল
17➤ ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের সময়সীমা হল-
ⓑ ডিসেম্বর -জানুয়ারি
ⓒ ডিসেম্বর
ⓓ জানুয়ারি
18➤ সংবিধানের কোন ধারা অনুসারে ভারতের কোন রাজ্যের রাজ্যপাল ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রয়োগ করতে পারেন?
ⓑ ১৭১ নং ধারা
ⓒ ৩৫৫ নং ধারা
ⓓ ৩৫০ নং ধারা
19➤ পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?
ⓑ শিবাজী ও দিল্লির খাঁ
ⓒ শিবাজী ও জয়সিংহ
ⓓ শিবাজী ও শায়েস্তা খাঁ
20➤ কার আমলে রহস্যজনক ‘অন্ধকূপ হত্যা’ নামক ঘটনাটি ঘটে?
ⓑ আলীবর্দী খাঁ
ⓒ হায়দার আলী
ⓓ কেউই নয়