General Knowledge Question Answer In Bengali
জেনারেল নলেজ সিরিজে এর আগের পর্ব গুলিতে আমরা বেশ কিছু Important GK Question Answer দিয়েছি। এই পর্বেও আপনাদের জন্য থাকছে আরও কিছু নতুন জিকে প্রশ্ন ও উত্তর।
GK Question Answer For Competitive Exam
১. G- 15 সংস্থার সদস্য সংখ্যা কত?
(a) ১৫
(b) ১৭
(c) ১৯
(d) ২১
উত্তর: ১৯
২. ‘BSS’ কোন দেশের সংবাদ সংস্থা?
(a) কায়রো
(b) বাংলাদেশ
(c) আমেরিকা
(d) রাশিয়া
উত্তর: বাংলাদেশ
৩. ‘Interpole’ –এই আন্তর্জাতিক সংস্থাটিতে বর্তমানে কতগুলি দেশ সদস্যভুক্ত আছে?
(a) ১১৮ টি
(b) ১২৭ টি
(c) ১৭৮ টি
(d) ২১৫ টি
উত্তর: ১৭৮ টি
৪. সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম কি?
(a) কংগ্রেস
(b) মজলিস
(c) পার্লামেন্ট
(d) ন্যাশনাল অ্যাসেম্বলি
উত্তর: পার্লামেন্ট
৫. কোন দেশের পার্লামেন্টের নাম ‘সোংডু‘?
(a) নেপাল
(b) ভুটান
(c) মালদ্বীপ
(d) সেনেগাল
উত্তর: ভুটান
৬. কোন বছরটি আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে পালিত হয়?
(a) ২০০১
(b) ১৯৮৩
(c) ১৯৮৫
(d) ১৯৯০
উত্তর: ১৯৮৫
৭. ভারতে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন?
(a) লর্ড রিপন
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড মিন্টো
(d) লর্ড ক্যানিং
উত্তর: লর্ড রিপন
৮. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
(a) অ্যাডিলেড
(b) কুইন্সল্যান্ড
(c) ক্যানবেরা
(d) ওয়েলস
উত্তর: ক্যানবেরা
৯. সুদানের রাজধানীর নাম কি?
(a) রিয়াধ
(b) খার্টুম
(c) তেহেরান
(d) আবুজা
উত্তর: খার্টুম
১০. ভিয়েতনামে প্রচলিত মুদ্রার নাম কি?
(a) ওন
(b) পেসো
(c) সুক্রে
(d) ডং
উত্তর: ডং
১১. ব্রাজিলের রাজধানীর নাম কি?
(a) ব্রসিলিয়া
(b) হেলসিঙ্কি
(c) ব্রাজ্জাভিলা
(d) কিয়েভ
উত্তর: ব্রসিলিয়া
১২. কোন দেশের মুদ্রার নাম ‘ক্রোনা‘?
(a) স্পেন
(b) মায়ানমার
(c) জাপান
(d) সুইডেন
উত্তর: সুইডেন
১৩. কোন বছরটি ‘বিশ্ব নারী বর্ষ‘ হিসেবে পালিত হয়?
(a) ১৯৮১
(b) ১৯৭৫
(c) ১৯৯৯
(d) ২০০০
উত্তর: ১৯৭৫
১৪. সম্প্রীতি কোন দেশটি সার্ক (SAARC) দেশ ভুক্ত হওয়ায় এই সংগঠনের সদস্য সংখ্যা হল ৮?
(a) পাকিস্তান
(b) আফগানিস্তান
(c) নেপাল
(d) শ্রীলঙ্কা
উত্তর: আফগানিস্তান
১৫. পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানচর্চাকে কি বলে?
(a) ডার্মাটোলজি
(b) এন্টোমলজি
(c) অস্ট্রিওলজি
(d) ফাইকোলজি
উত্তর: এন্টোমলজি
১৬. নিম্নলিখিত কোন শব্দ সংক্ষেপটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয়?
(a) AFC
(b) IPCA
(c) MCC
(d) BCCI
উত্তর: AFC
১৭. নিম্নলিখিত শব্দ সংক্ষেপ এর অন্তর্ভুক্ত কোনটি কোন আইন বিষয়ক নয়?
(a) POTA
(b) FERA
(c) TADA
(d) IPCA
উত্তর: IPCA
১৮. নিম্নলিখিত কোন প্রাণী সংগকোচী গহ্বর দ্বারা শ্বাসকার্য চালায়?
(a) অ্যামিবা
(b) সরীসৃপ
(c) চিংড়ি
(d) মাছ
উত্তর: অ্যামিবা
১৯. নিম্নলিখিত কোন প্রাণীর ফুসফুস দ্বারা শ্বাসকার্য চালায় না?
(a) ব্যাঙাচি
(b) পায়রা
(c) শিম্পাঞ্জি
(d) বাঘ
উত্তর: ব্যাঙাচি
২০. কোন দেশের মুদ্রার নাম ‘লেভ‘?
(a) পোর্তুগাল
(b) বুলগেরিয়া
(c) ক্যামেরুন
(d) আলজেরিয়া
উত্তর: বুলগেরিয়া