GK Question Answer In Bengali Part – 23
সকল বন্ধুদের জানাই স্বাগতম। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সফলতায় সাহায্য করতে আমাদের এই Website সর্বদা সচেষ্ট। এই পর্বে নতুন অনেক গুলো General Knowledge Question and Answer নিয়ে এসেছি। আমাদের দেওয়া সকল প্রকার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। আশা করি এই জিকে প্রশ্নোত্তর গুলি আপনাদের উপকার করবে।
General Knowledge Question and Answer In Bengali
1➤ শেক্সপিয়ারের কোন নাটকে ‘ইয়াগো’ চরিত্রটি আছে?
ⓑ ওথেলো
ⓒ ম্যাকবেথ
ⓓ জুলিয়াস সিজার
2➤ শেক্সপিয়ারের কোন নাটকের ডেনমার্কের যুবরাজ চরিত্র আছে?
ⓑ হ্যামলেট
ⓒ ওথেলো
ⓓ ম্যাকবেথ
3➤ কাকে ‘আধুনিক নাটকের জনক’ বলা হয়?
ⓑ ইবসেন
ⓒ বাদল সরকার
ⓓ হাবিব তনবির
4➤ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের ‘নন্দিনী’ চরিত্রটি আছে?
ⓑ রথের রশি
ⓒ রক্তকরবী
ⓓ মায়ার খেলা
5➤ ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ আছে?
ⓑ বলাকা
ⓒ পুনশ্চ
ⓓ কবিতা
6➤ নিম্নলিখিত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক উপন্যাস?
ⓑ চতুরঙ্গ
ⓒ বৌঠাকুরাণীর হাট
ⓓ শেষের কবিতা
7➤ রবীন্দ্রনাথের তিনটি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় ‘তিন কন্যা’ সিনেমাটি নির্মাণ করেন, নিম্নলিখিত কোন গল্পটি এর মধ্যে নেই?
ⓑ পোস্টমাস্টার
ⓒ মনিহারা
ⓓ সমাপ্তি
8➤ নৌ- বিদ্রোহকে উপজীব্য করে রচিত একটি বিখ্যাত বাংলা নাটকের নাম-
ⓑ কল্লোল
ⓒ নৌকাবিলাস
ⓓ রক্তকরবী
9➤ নিম্নলিখিত কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষের রচিত নয়?
ⓑ প্রফুল্ল
ⓒ বজ্রবিলাস
ⓓ বলিদান
10➤ ভারতের কোন শহরকে ‘অর্কিডের শহর’ বলা হয়?
ⓑ বেঙ্গালুরু
ⓒ কোচি
ⓓ কার্শিয়াং
11➤ কোন দেশকে ‘সন্ন্যাসীর রাজ্য’ বা (Hermit Kingdom) বলা হয়?
ⓑ মায়ানমার
ⓒ ভারত
ⓓ দক্ষিণ কোরিয়া
12➤ বিশ্বের কোন শহরকে বলা হয় ‘শ্বেত শহর’?
ⓑ সিডনি
ⓒ বেলগ্রেড
ⓓ চেন্নাই
13➤ ‘মহাবলীপুরম’ সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
ⓑ গুজরাট
ⓒ তামিলনাড়ু
ⓓ গোয়া
14➤ রণজিৎ সিংহ কোন শিখ ‘মিসল’-এর নেতা ছিলেন?
ⓑ সুখেরচরিয়া
ⓒ ফুলকিয়া
ⓓ রামঘরিয়া
15➤ কত খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়?
ⓑ ১৭৬৮
ⓒ ১৭৬১
ⓓ ১৭৯১
16➤ কর্নওয়ালিস কোড’ প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে?
ⓑ ১৭৬৫
ⓒ ১৭৯৩
ⓓ ১৮০০
17➤ অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন-
ⓑ লর্ড কর্নওয়ালিস
ⓒ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ⓓ লর্ড ডালহৌসি
18➤ প্রথম ভারতীয় আই.সি.এস কে ছিলেন?
ⓑ সরোজিনী নাইডু
ⓒ লালা লাজপত রায়
ⓓ চিত্তরঞ্জন দাস
19➤ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
ⓑ ড্রিঙ্কওয়াটার বেথুন
ⓒ উইলিয়াম কেরি
ⓓ উইলিয়াম জোন্স
20➤ পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
ⓑ হাওড়া
ⓒ হুগলি
ⓓ নদীয়া