History Question Answer In Bengali | Part – 3
প্রিয় শিক্ষার্থীগন,
আজকে এই পর্বে আপনাদের জন্য ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব – ৩। আগের পর্বে আমরা পর্ব ২ দিয়েছি আপনারা দেখে নিতে পারেন।
History MCQ Question Answer In Bengali
1. কত খ্রিস্টাব্দে শিবাজীর মৃত্যু হয়েছিল?
Answer : ১৬৮০ খ্রিস্টাব্দে
2. সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
Answer : 1857 খ্রিস্টাব্দে
3. দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধিজী কত সালে ভারতে ফিরে আসেন?
Answer : ১৯১৫ সালের ৯ জানুয়ারী
4. “বাংলারবার্ক” কাকে বলাহয়?
Answer : বিপিনচন্দ্র পাল
5. “গীতগোবিন্দ” রচিত গ্রন্থটি কার লেখা?
Answer : কবি জয়দেব
6. মৌর্য বংশের শেষ সম্রাট কে?
Answer : বৃহদ্রথ
7. জৈনদের 23 তম তীর্থঙ্কর এর নাম কি?
Answer : পার্শ্বনাথ
8. ফারসি ভাষায় “রামায়ণ” কে অনুবাদ করেছিলেন?
Answer : বদাউনি
9. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
Answer : লর্ড ক্যানিং
10. “আত্মীয়সভা” এবং “ব্রাহ্মসভা” কে প্রতিষ্ঠা করেন? উত্তর:
Answer : রামমোহন রায়
11. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
Answer : বেদ
12. 1922 সালে গঠিত “স্বরাজ পার্টির” প্রথম সভাপতি কে ছিলেন?
Answer : চিত্তরঞ্জন দাস
13. 1878 সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন?
Answer : লর্ড রিপন
14. “Broken Wings” বইটির লেখক কে?
Answer : সরোজিনী নাইডু
1 5. আকবর কাকে “কবিপ্রিয়” উপাধি দিয়েছিলেন?
Answer : বীরবল
16. “ইনকিলাব জিন্দাবাদ”কে বলেছিলেন?
Answer : ভগৎ সিং
17. “আলমগীর” উপাধি কে ধারণ করেছিলেন?
Answer : ঔরঙ্গজেব
18. “আলিনগরের সন্ধি” কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
Answer : ১৭৫৭ খ্রিস্টাব্দে
19. “হিন্দু কলেজের” বর্তমান নাম কি?
Answer : প্রেসিডেন্সি কলেজ
20. জৈন ধর্মের “ত্রিরত্ন” কাকে বলা হয়?
Answer : সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎজ্ঞান
*
16. কৈলাস মন্দির ও এলিফ্যান্ট গুহার কাজ কোন রাজাদের?
Answer : চালুক্য
17. ঋকবেদের কোন অংশে “বর্ণাশ্রমের” কথা বলা হয়েছে?
Answer : পুরুষসুক্ত অংশে
18. “ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির” প্রতিষ্ঠাতা কে?
Answer : রাসবিহারী বসু
19. “আল–হিলাল” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Answer : মৌলানা আবুল কালাম আজাদ
20. “আঙ্কোরভাট” মন্দির কে নির্মাণ করেন?
Answer : সূর্য বর্মন