History Question Answer In Bengali | Indian History
বন্ধুগণ,
আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা WBCS, PSC, WBP, Rail, Bank, SSC, C-TET, UGC NET, SET, Group C & D, ICDS ইত্যাদি পরীক্ষার জন্য আজকে নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব – ২। আগের পর্বে অর্থাৎ Part – 1 History MCQ Question Answer দিয়ে দেওয়া হয়েছে। আপনারা পর্ব ১ না দেখে থাকলে দেখে নিতে পারেন।
Bengali History Question Answer
1. ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?
Answer : সুপ্রিমকোর্ট
2. আইন অমান্য আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে?
Answer : 1930
3. দক্ষিণ আফ্রিকায় গান্ধীজী যে অভিনব রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত করেছিলেন সেটির নাম কি?
Answer : অহিংস সত্যাগ্রহ
4. 1905 সাল পর্যন্ত কংগ্রেসী নেতাদের কি বলা হত?
Answer : নরমপন্থী
5. “বঙ্গভঙ্গ” কে ঘোষণা করেছিলেন?
Answer : লর্ড কার্জন
6. বাংলার “প্রথম স্বাধীন নবাব” কে ছিলেন?
Answer : মুর্শিদকুলি খাঁ
7. বাবর এর প্রকৃত নাম কি?
Answer : জহিরউদ্দিন মহম্মদ
8. আর্যদের প্রধান বাহন কি ছিল?
Answer : ঘোড়া
9. চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
Answer : রাজেন্দ্র চোল
10. “Independent” পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
Answer : মতিলাল নেহেরু
11. “ভার্নাকুলার প্রেস অ্যাক্ট” কত সালে চালু হয়?
Answer : 1878
12. “অজাতশত্রু” কোন উপাধি ধারণ করেন?
Answer : কুনিক
13. ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়?
Answer : 1946
14. “মাস্টারদা” নামে কোন বিপ্লবী পরিচিত?
Answer : সূর্যসেন
15. স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
Answer : জে বি কৃপালিনী
16. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন?
Answer : মানসিংহ
17. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
Answer : 17 বার
18. “গান্ধীবুড়ি” নামে কে খ্যাত ছিল?
Answer : মাতঙ্গিনী হাজরা
19. ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় কাকে?
Answer : চন্দ্রগুপ্ত মৌর্যকে
20.গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
Answer : লালা হরদয়াল
21. “বাঘাযতীন” নামে কে খ্যাত ছিলেন?
Answer : যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়
22. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Answer : ডঃ রাজেন্দ্র প্রসাদ
23. সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
Answer : 1939
24. “মন্টেগু চেমসফোর্ড সংস্কার” পাস হয় কত খ্রিস্টাব্দে?
Answer : 1919
25. “ডন সোসাইটি” কে প্রতিষ্ঠা করেছিলেন?
Answer : সতীশচন্দ্র মুখোপাধ্যায়
26. ভারতের “তোতাপাখি” নামে কে পরিচিত ছিলেন?
Answer : আমির খসরু
27. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
Answer : বাবর ও রানা সংগ্রামসিংহ এর মধ্যে
28. কৈলাস মন্দির ও এলিফ্যান্ট গুহার কাজ কোন রাজাদের?
Answer : চালুক্য
29. ঋকবেদের কোন অংশে “বর্ণাশ্রমের” কথা বলা হয়েছে?
Answer : পুরুষসুক্ত অংশে
30. “ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির” প্রতিষ্ঠাতা কে?
Answer : রাসবিহারী বসু
31. “আল–হিলাল” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Answer : মৌলানা আবুল কালাম আজাদ
32. “আঙ্কোরভাট” মন্দির কে নির্মাণ করেন?
Answer : সূর্য বর্মন
33. অর্থশাস্ত্র কার রচিত?
Answer : কৌটিল্য
34. “কবিরাজ” উপাধিতে কাকে ভূষিত করা হয়?
Answer : সমুদ্রগুপ্ত
35. শশাঙ্কের রাজধানীর নাম কি?
Answer : কর্ণসুবর্ণ
36. “রাজতরঙ্গিনী গ্রন্থে” প্রাচীন কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে?
Answer : কাশ্মীর
37. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে?
Answer : ঋষভনাথ
38. গান্ধীজী কে কত সালে হত্যা করা হয়?
Answer : 1948 সালে
39. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
Answer : 1857 সালে
40. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের প্রথম ডাকটিকিট চালু করেন?
Answer : লর্ড ডালহৌসি