Indian Geography MCQ Question Answer In Bengali
ভূগোল প্রশ্নোত্তর পর্ব ৯ এ আপনাদের স্বাগত। Competitive Examination গুলিতে আপনাদের সফলতার জন্য ভারতের ভূগোল প্রশ্ন উত্তর গুলি আপনাদের সাহায্য করবে। এই পর্বে Geography এর গুরুত্বপূর্ণ Question Answer গুলি দেওয়া হয়েছে।
Geography GK Question Answer In Bengali
1➤ কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত?
2➤ ক্যাটারাক্ট’ একটি শ্রেণীবিভাগ কিসের?
3➤ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল-
4➤ রাজা, রোরার, রকেট ও রানী এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত –
5➤ হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
6➤ নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত?
7➤ বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়?
8➤ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
9➤ এই নদী গুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশের প্রবেশ করেছে?
10➤ কোন নদী ‘ধলেশ্বরী’ এবং ‘দ্বারকেশ্বর’ নামেও পরিচিত?
11➤ পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন- এর উৎপত্তি কোন নদীকে হয়েছে?
12➤ এর মধ্যে কোনটি গঙ্গার শাখানদী?
13➤ কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে?
14➤ নিচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত?
15➤ কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?
16➤ আর্জেন্টিনার একটি মরুভূমির নাম-
17➤ নিচের কোনটিকে বলা হয় ‘নীলনদের দান’?
18➤ ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়?
19➤ কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয়?
20➤ অ্যানোমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?