Indian Constitution And Polity Question Answer In Bengali
Indian Constitution GK MCQ Question Answer Part – 6 এ আপনাদের স্বাগত। আপনাদের বিভিন্ন পরীক্ষা WBCS, UPSC, PSC, WBP, SSC, MTS, CGL, BANK, RAIL, Group C & D ইত্যাদির জন্য আমাদের এই প্রশ্নোত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ।
MCQ Question Answer On Indian Constitution And Polity In Bengali
১. সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়?
(A)শুধুমাত্র লোকসভায়
(B) শুধুমাত্র রাজ্যসভায়
(C)পার্লামেন্টের উভয় কক্ষে
(D)বিধান পরিষদ
উত্তর:পার্লামেন্টের উভয় কক্ষে
২. 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকার গুলির বর্তমান সংখ্যা কত?
(A) 2 টি
(B) 5 টি
(C) 6 টি
(D) 7 টি
উত্তর:6 টি
৩. রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি ও স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন ?
(A) অর্থ বিল
(B)সংবিধান সংশোধনী বিল
(C) অর্থ বিল ও সংবিধানসংশোধনী বিল
(D) সাধারণ বিল
উত্তর: অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল
৪. ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয়–
(A) 360 ধারায়
(B) 368 ধারায়
(C) 372 ধারায়
(D) 268 ধারায়
উত্তর: 368 ধারায়
৫. কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকার গুলি কে সংকুচিত করা হয়?
(A) প্রথম সংশোধন
(B) দ্বিতীয় সংশোধন
(C)তৃতীয় সংশোধন
(D) চতুর্থ সংশোধন
উত্তর: প্রথম সংশোধন
৬. আইনবিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে কবে পাস হয়?
(A) 1965
(B) 1967
(C) 1977
(D) 1980
উত্তর: 1967
৭. বলপূর্বক শ্রমবিরোধী আইন(The Bonded Labour System Abolition Act) ভারতে কবে পাস হয়?
(A) 1976
(B) 1979
(C) 1980
(D) 1997
উত্তর:1976
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্য গুলির সম্মতির প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের –
(A)এক –তৃতীয়াংশ
(B)দুই–তৃতীয়াংশ
(C)অর্ধেক
(D)তিন–চতুর্থাংশ
উত্তর: তিন–চতুর্থাংশ
৯. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে–
(A) পার্লামেন্টের দ্বারা
(B)একটি সংবিধান সভার দ্বারা
(C) সুপ্রিমকোর্টের দ্বারা
(D)রাষ্ট্রপতি দ্বারা
উত্তর:পার্লামেন্টের দ্বারা
১০. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে?
(A) সাম্যর অধিকার
(B)স্বাধীনতার অধিকার
(C)ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D)কোনোটিই নয়
উত্তর: সাম্যর অধিকার
১১. ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে –
(A)রাজ্য আইনসভা
(B)শুধুমাত্র লোকসভায়
(C)শুধুমাত্র রাজ্যসভায়
(D) পার্লামেন্টের যে কোন কক্ষে
উত্তর: পার্লামেন্টের যে কোন কক্ষে
১২. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় যারা মৌলিক অধিকার গুলি কে বাতিল করা যাবে না?
(A) 352 ধারা
(B) 356 ধারা
(C) 360 ধারা
(D) 359 ধারা
উত্তর: 359 ধারা
১৩. ড. বি. আর. আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন?
(A) Steering committee
(B) Drafting committee
(C) Expert committee
(D) Ad-hoc committee
উত্তর: Drafting committee
১৪. ‘Provincial constitution committee’ এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(A) সর্দার প্যাটেল
(B) ড.বি.আর. আম্বেদকর
(C) ড. কে. এম.মুস্নি
(D)ড. রাজেন্দ্রপ্রসাদ
উত্তর: সর্দার প্যাটেল
১৫. ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়?
(A)অক্টোবর 1948
(B) মে 1946
(C) জুন 1949
(D)জানুয়ারি 1950
উত্তর: অক্টোবর 1948
১৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা টি কার দ্বারা রচিত হয়েছিল?
(A)ড.বি. আর. আম্বেদকর
(B)কে.এম. মুন্সি
(C) জহরলাল নেহেরু
(D)মহাত্মা গান্ধী
উত্তর: জহরলাল নেহেরু
১৭. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল?
(A) July 22,1947
(B) June 22,1946
(C) July 21,1948
(D) May 10,1949
উত্তর: July 22,1947
১৮. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
(A) সাত জন
(B) দশ জন
(C) পাঁচ জন
(D) আট জন
উত্তর: সাত জন
১৯. ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল?
(A) 12টি
(B) 20টি
(C) 22টি
(D) 42টি
উত্তর: 22টি
২০. ভারতের কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয়?
(A)পন্ডিত জহরলাল নেহেরু
(B)ড. বি. আর. আম্বেদকর
(C) ড. রাজেন্দ্রপ্রসাদ
(D)কে.এম. মুন্সি
উত্তর: ড. বি. আর. আম্বেদকর