Indian History In Bengali | Part – 6 | ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

Table of Contents

 Indian History MCQ In Bengali 

Indian History MCQ | History Of India | History GK For UPSC, WBCS ,PSC

   

ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ৬ এ আপনাদের স্বাগত। Indian History Question Answer সিরিজে আজকে আপনাদের জন্য থাকছে মোট ২০ টি Indian History Mcq Questions Answers। নিচে ইতিহাস প্রশ্নোত্তর গুলি দেখে নিন। 

MCQ On History Of India Part – 6

প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?

 

(A) পাটলিপুত্র 

(B)রাজগৃহ 

(C) কনৌজ 

(C) সাঁচি

 

উত্তর: রাজগৃহ

 

. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?

 

(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

(B) হর্ষবর্ধন 

(C) চন্দ্রগুপ্ত মৌর্য 

(D) সমুদ্র গুপ্ত

 

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য 

 

. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?

 

 (A)সারনাথ

(B) বোধীগয়া

(C)লুম্বিনী 

(D)বৈশালী 

 

উত্তর: লুম্বিনী

 

.পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?

 

(A) ইউরোপ 

(B)দক্ষিণপূর্ব এশিয়া

(C) মধ্য এশিয়া 

(D)পারস্য অঞ্চল

 

উত্তর:মধ্য এশিয়া

 

. কোন বেদে যাগযজ্ঞ ক্রিয়াকলাপ এর নির্দেশদেওয়া আছে

 

(A)ঋগ্বেদ

(B) যজুর্বেদ

(C) সামবেদ 

(D)অথর্ববেদ

 

উত্তর: যজুর্বেদ

 

. নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?

 

(A) উজ্জয়িনী

(B)  গিরনার

(C)আমেদাবাদ

(D) রাজগীর

 

উত্তর: গিরনার

 

. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?

 

(A) হিন্দু

(B) বৌদ্ধ

(C) জৈন

(D) শৈব

 

উত্তর: বৌদ্ধ

 

. বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন?

 

(A) বুদ্ধগয়া

(B) সাঁচী

(C)কুশিনগর 

(D)সারনাথ

 

উত্তর: কুশিনগর

 

. নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎসব বলা যেতে পারে?

 

(A) সামবেদ 

(B)যজুবেদ 

(C)অথর্ববেদ 

(D) ঋকবেদ

 

উত্তর: সামবেদ

 

0.কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?

 

(A) অজাতশত্রু 

(B)অশোক 

(C)হর্ষবর্ধন 

(D)কনিষ্ক

 

উত্তর: অজাতশত্রু

 

১১. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল?

 

(A)সংস্কৃত

(B) পালি 

(C)মগধী

(D)  ব্রাম্ভি

 

উত্তর: পালি

 

১২. 24 জৈন তীর্থঙ্কর এর মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন?

 

(A) মহাবীর 

(B)পার্শ্বনাথ 

(C)রিশভ

(D)বসুমিত্র

 

উত্তর: মহাবীর

 

১৩. কোন অঞ্চলে আর সাথে আরও দেশে প্রথম বসবাস শুরু করে?

 

(A) গুজরাট

(B) কাশ্মীর 

(C)পাঞ্জাব

(D) সিন্ধু

 

উত্তর: পাঞ্জাব

 

১৪. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

 

(A) বৈশালী 

(B)রাজগৃহ 

(C)সারনাথ

(D)শ্রাবস্তী

 

উত্তর: বৈশালী

 

১৫সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন

 

(A)অশ্বঘোষ

(B) উপগুপ্ত 

(C)বসুমিত্র

(D) নাগার্জুন

 

উত্তর: উপগুপ্ত

 

১৬. নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য রয়েছে

 

(A)ধর্মগ্রন্থ

(B) ঈশ্বরের অস্তিত্ব

(C) ধর্মতত্ত্ব 

(D)বস্ত্র পরিধান

 

উত্তর:বস্ত্র পরিধান

 

১৭. ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়ে ছিলেন?

 

 (A)বিম্বিসার 

(B)চন্দ্রগুপ্ত 

(C)অশোক 

(D)অজাত শত্রু

 

উত্তর: চন্দ্রগুপ্ত

 

১৮. কার প্রচেষ্টায় পৃষ্ঠপোষকতার সর্বপ্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত?

 

(A) হর্ষবর্ধন

(B) চন্দ্রগুপ্ত

(C) কনিষ্ক 

(D)অশোক

 

উত্তর: অশোক

 

১৯. পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল

 

(A)শতদ্রু নদী

(B) পাঞ্জাব

(C) বিতস্তা 

(D)হিন্দুকুশ

 

উত্তর: হিন্দুকুশ

 

২০. বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?

 

(A) ঋকবেদ 

(B)পুরাণ 

(C)স্মৃতি

(D) সামবেদ

 

উত্তর: স্মৃতি

                 

Leave a Comment