কলকাতা পুলিশ নিয়োগ Kolkata Police Recruitment 2021
Advertisement Number 14/2021/WBPRB
কলকাতা পুলিশে নিয়োগ করা হচ্ছে ভারতীয় নাগরিক হিসেবে sub-inspector/ sub-inspectress (unarmed branch) and Sargeant in Kolkata police.
যোগ্যতা: আবেদনের জন্য যোগ্যতা
বয়স: ০১/০১/২০২১ অনুযায়ী আবেদনকাররীকে সর্বনিম্ন ২০ বছর বয়সী হতে হবে এবং সর্বোচ্চ ২৭ বছরের বেশি বয়স হওয়া যাবে না। এছাড়াও তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য ৫ বছরের ছাড় এবং OBC প্রাপ্ত বয়স্কদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।
কলকাতা পুলিশে কর্মরত ব্যাক্তিদের অতিরিক্ত বয়ষ ৩৫ বছর অবধি গ্রহণ যোগ্য। পরবর্তী সময়ে তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য ৫ বছরের ছাড় এবং OBC প্রাপ্ত বয়স্কদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোনো Recognized University থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
ভাষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে। উপরে এই ভাষাগত যোগ্যতা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাসী আবেদনকারীদের জন্য প্রয়োজ্য নয়।
আবেদনের তারিখ: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৯/০৭/২০২১ (০০ঃ০০ hrs) থেকে ১৯/০৮/২০২১ (বিকেল ৫ টা অবধি) অবধি আবেদন করা যাবে। পোস্টাাাল সার্ভিসে অফলাইনে আবরদন করা যাবে ১৯/০৮/২০২১ (বিকেল ৫ টা) অবধি।
অনলাইন ফি জমা দেওয়া এবং Punjab Nation Bank থেকে চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১/০৮/২০২১।
আবেদন প্রক্রিয়া: আবেদনের জন্য ভিজিট করতে হবে www.wbpolice.gov.in অথবা Kolkata police website www.kolkatapolice.gov.in। ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে তার সকল প্রকার বিবরণ এবং যোগ্যতার নতিপত্র দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের জন্য এখানে ক্লিক করুন : Apply Here
বিঃদ্রঃ সম্পূর্ণ আবেদন এবং নিয়োগ প্রক্রিয়াটি কলকাতা পুলিশ বোর্ডের তথ্যাবদানে মেরিটের উপর নির্ভর করে হবে। আবেদনকারীদের কাছে অনুরোধ আপনারা কোন প্রকার অসৎ ব্যাক্তি দ্বারা প্রভাবিত হবেন না।
👉পশ্চিমবঙ্গ পুলিশ Gk mock – Click Here
👉Daily Current Affairs – Click Here
👉পশ্চিমবঙ্গ পুলিশের জন্য গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর – Click Here
GK Mock Test👉 |
|
Gegraphy MCQ👉 |
|
Wbcs & Wbp GK👉 |
|
History MCQ 👉 |