Lucent GK Question Answer In Bengali | বাংলা লুসেন্ট জিকে প্রশ্নোত্তর

Table of Contents

 Important Lucent General Knowledge

Lucent GK 1
GK In Bengali | General Knowledge Question Answer

   

Bangla Lucent GK for Competitive Exam আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর নিয়ে হাজির হলাম। Competitive Exam গুলোতে যেসব জেনারেল নলেজ প্রশ্ন উত্তর গুলি আসে সেই সকল প্রশ্নোত্তর আপনাদের জন্য। আশা করি আমাদের দেওয়া জিকে গুলি আপনাদের সাহায্য করবে। 

General Knowledge In Bengali

1➤ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে

=> : দর্পণ


2➤ যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়

=> ইনসুলিন


3➤ রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়

=> গামা রশ্মি


4➤ রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ

=> ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা


5➤ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

=> অডিও মিটার


6➤ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে

=> ১০ নিউটন



7➤ সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা

=> : ফ্যাদোমিটার।


8➤ সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়

=> সবুজ আলোতে


9➤ সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়

=> অবতল


10➤ CNG -এর অর্থ কমপ্রেস করা

=> প্রাকৃতিক গ্যাস।


11➤ অ্যাসিড আবিস্কার হয় কবে ?

=> ১৯৮১ সালে


12➤ অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?

=> লাল করে


13➤ আকাশ নীল দেখায় কেন ?

=> নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি


14➤ আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?

=> মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে


15➤ আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?

=> টারটারিক অ্যাসিড


16➤ আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?

=> চার্লস ব্যাবেজ


17➤ আপেলে কোন অ্যাসিড থাকে ?

=> সালিক অ্যাসিড


18➤ আমলকিতে কোন অ্যাসিড থাকে ?

=> অক্সালিক অ্যাসিড


19➤ আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?

=> পেপসিন


20➤ আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?

=> সিলভারের


21➤ আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?

=> কঠিন অবস্থায়



22➤ আলকাতরা কী থেকে তৈরী হয় ?

=> কয়লা


23➤ আলোর গতির আবিস্কারক কে ?

=> এ মাইকেলসন


24➤ ইউরোসিল কোথায় থাকে?

=> RNA তে


25➤ ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?

=> অগ্নাশয়ে


26➤ ইন্টারফেরন কি?

=> ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়


27➤ ইলেকট্রন কে আবিস্কার করেন ?

=> জন থম্পসন


28➤ : ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?

=> কার্বন


29➤ ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?

=> ০.১৫ – ১.৫ %


30➤ উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি

=> মাংশ


Read More..

Leave a Comment