Mauryan age MCQ In Bengali | Set – 2 | মৌর্য সাম্রাজ্যের ইতিহাস MCQ

Table of Contents

 Mauryan Dynasty Question Answer In Bengali

Mauryan age MCQ In Bengali
Mauryan Age MCQ Question Answer In Bengali | Ancient Indian History

  

প্রাচীন ভারতের ইতিহাস : মৌর্য যুগের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ২। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সফলতার জন্য আমরা এই  আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ Ancient Indian History MCQ Question Answer. আগের পর্বে Mauryan age MCQ In Bengali Part – 1 দেওয়া হয়েছে। সেই Question Answer গুলি দেখে নিতে পারেন। 

                      

             

MCQ on Mauryan Dynasty 

1. ’মহাবংশমএবংদীপবংশমবই দুইটিতে নিম্নেরকোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ?

কণিষ্ক

অশোক

হর্ষবর্ধন

বিম্বিসার

Ans : অশোক

 

2. মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন

বিন্দুসার

চন্দ্রগুপ্ত

অশোক

কুনাল

Ans : অশোক

 

3. অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়

দশমলেখ

একাদশলেখ

দ্বাদশলেখ

ত্রয়োদশলেখ

Ans : ত্রয়োদশ লেখ

 

4. নিম্নলিখিত কোনমৌর্য শাসক সব থেকে দীর্ঘসময় ব্যাপী রাজত্ব করেছিলেন

চন্দ্রগুপ্তমৌর্য

বিন্দুসার

অশোক

কুনাল

Ans : অশোক

 

5. নিম্নলিখিত অঞ্চলগুলিরমধ্যে ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভূক্ত ছিল না ?

পূর্বভারত

উত্তরভারত

দক্ষিণভারত

কোনটিইনয়

Ans : দক্ষিণ ভারত

 

6. বিন্দুসারের রাজত্বকালেঅশোক কোন জায়গার প্রশাসক ছিলেন

বৈশালী

উজ্জয়িনী

ইন্দ্রপ্রস্থ

মৎস্য

Ans : উজ্জয়িনী

 

7. বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন

ভগবানবিষ্ণু

ভগবানশিব

ভগবানকৃষ্ণ

কোনটিইনয়

Ans : ভগবান শিব

 

8. কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন

খ্রীষ্টপূর্ব২৬০ অব্দে

খ্রীষ্টপূর্ব২৬২ অব্দে

খ্রীষ্টপূর্ব২৬৫ অব্দে

খ্রীষ্টপূর্ব২৭২ অব্দে

Ans : খ্রীষ্টপূর্ব ২৬০ অব্দে

 

9. মৌর্য রাজত্বকালেজেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিতছিল

রাজুকা

প্রদেশিকা

যুক্তা

এদেরকোনটি নয়

Ans : প্রদেশিকা

 

10. কলিঙ্গের যুদ্ধনিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিলো ?

বারাবাটি

বালাসোর

ধৌলিক

উদয়গিরি

Ans : ধৌলিক

 

11. চন্দ্রগুপ্ত মৌর্যেরআমলে ভারতে দুর্ভিক্ষ দাসপ্রথার অস্তিত্বছিল না কথা কেবলেন ?

তারানাথ

মেগাস্থিনিস

হেলিওডোরাস

মার্কোপোলো

Ans : মেগাস্থিনিস

 

12. ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাতনন

কামাশোক

চণ্ডাশোক

ধর্মাশোক

কালাশোক

Ans : কালাশোক

 

13. কে উল্লেখ করেছিলেনসকল মানুষই আমার সন্তান

চন্দ্রগুপ্তমৌর্য

বিন্দুসার

অশোক

কনিস্ক

Ans : অশোক

 

14. মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন

কুনাল

দশরথ

বৃহদ্রথ

ধননন্দ

Ans : বৃহদ্রথ

 

15. অশোকের সময়কালেসুবর্ণগিরিকোনঅঞ্চলের একটি শহরের নাম ছিল

মধ্যপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

তামিলনাড়ু

আফগানিস্তান

Ans : অন্ধ্রপ্রদেশ

 

16. চন্দ্রগুপ্ত মৌর্যজীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন

পাটলিপুত্র

শ্রাবণবেলাগোলা

মগধ

গয়া

Ans : শ্রাবণ বেলাগোলা

 

17. চন্দ্রগুপ্তের মতারনাম কী ?

চেল্লানা

কুমারদেবী

মুরা

এদেরকেউ নয়

Ans : মুরা

 

18. চন্দ্রগুপ্ত মৌর্যকাকে পরাজিত করেছিলেন ?

পুরু

আলেকজাণ্ডার

অম্ভি

সেলুকাস

Ans : সেলুকাস

 

19. তাঁর শিলালিপিতেঅশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

প্রিয়দর্শী

ধম্মাশোক

দৈবপুত্র

দেবনামপ্রিয়প্রিয়দর্শন

Ans : দৈবপুত্র

 

20. ‘রাজুকস্ত্রীমহামাত্রপদ প্রবর্তন করেন

অজাতশত্রু

বিন্দিসার

বিম্বিসার

অশোক

Ans : অশোক

Leave a Comment