Modern Indian History MCQ In Bengali Part – 2 | আধুনিক ভারতের ইতিহাস MCQ

Table of Contents

 Modern Indian History Question Answer 

Indian History MCQ | Modern Indian History MCQ

    

Modern Indian History MCQ Part – 2 তে আপনাদের স্বাগতম। আগের পর্বে আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে বেশ কিছু Important MCQ Question Answer দেওয়া হয়েছে। এই পর্বে আপনাদের জন্য থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে History MCQ Question Answer গুলি দেওয়া হল। 

                                        

MCQ on Modern History In Bengali

. মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণআফ্রিকা থেকে ভারতে আসেন?

(A) ১৯০৫সালে

(B) ১৯১১সালে

(C) ১৯১৫সালে

(D) ১৯১৮সালে

 

উত্তর: ১৯১৫ সালে

 

. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের কিছু আগে কোন বিশেষ ঘটনাটি ঘটে?

(A) ভারতছাড়ো আন্দোলন হয়

(B) রাওলাটআইন পাশ হয়

(C) আইনঅমান্য আন্দোলন শুরু হয়

(D) সাইমনকমিশন ভারতে আসে

 

উত্তর: রাওলাট আইন পাশ হয়

 

. বরদোলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন?

(A) সর্দারপ্যাটেল

(B) মহাত্মাগান্ধী

(C) বালগঙ্গাধরতিলক

D) জহরলালনেহেরু

 

উত্তর: সর্দার প্যাটেল

 

.  অভিনবভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) মাদামকামা

(B) চন্দ্রশেখরআজাদ

(C) ভিডি সাভারকার

(D)  সূর্য সেন

 

উত্তর: ভি ডি সাভারকার

 

. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

(A) ১৯৩৪খ্রিষ্টাব্দ

(B) ১৯৩৩খ্রিষ্টাব্দ

(C) ১৯৩২খ্রিষ্টাব্দ

(D) ১৯৩১খ্রিষ্টাব্দ

 

উত্তর: ১৯৩২ খ্রিষ্টাব্দ

 

. “ভারতবর্ষের প্রথম আধুনিকমনস্ক মানুষকে?

(A) রবীন্দ্রনাথ

(B) রাজারামমোহন রায়

(C) মতিলালনেহেরু

(D) দাদাভাইনওরোজি

 

উত্তর: রাজা রামমোহন রায়

 

. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় বসে?

(A) দিল্লি

(B) লন্ডন

(C) সিমলা

(D) লখনও

 

উত্তর: লন্ডন

 

. অরবিন্দ ঘোষ কে কিসের জন্যদায়ী করা হয়েছিল?

(A) মিরাটষড়যন্ত্র মামলা

(B) আলিপুরষড়যন্ত্র মামলায়

(C) দিল্লিষড়যন্ত্র মামলায়

(D) চট্টগ্রামঅস্ত্রাগার লুন্ঠনের জন্য

 

উত্তর: আলিপুর ষড়যন্ত্র মামলায়

 

. “জয়হিন্দ” –এই অভিবাদনটি কে প্রথম করেন?

(A) সুভাষচন্দ্রবসু

B) মহাত্মাগান্ধী

(C) জহরলালনেহেরু

(D) লালালাজপত রায়

 

উত্তর: সুভাষচন্দ্র বসু

 

১০. “England’s debt of India“-  এইবইটি কে লিখেছিলেন?

(A) লর্ডমাউন্টব্যাটেন

(B) জহরলালনেহেরু

(C) লালালাজপত রায়

(D) গোপালকৃষ্ণগোখলে

 

উত্তর: লালা লাজপত রায়

 

১১. লোকমান্য তিলক কে ইংরেজরা কোথায়নির্বাসিত করেছিল?

(A) আন্দামান 

(B) মান্দালয়

(C) নিউজিল্যান্ড

(D) ব্রিষ্টল

 

উত্তর: মান্দালয়

 

১২.  ভারতভারতীয়দের জন্য“- এই রাজনৈতিক উক্তিটিকার?

(A) সুভাষচন্দ্রবসু

(B) বালগঙ্গাধরতিলক

(C) দয়ানন্দ

(D) লালালাজপত রায়

 

উত্তর: দয়ানন্দ

 

১৩. “পাকিস্তান“-এই নামটি কেউদ্ভাবন করেছিলেন?

(A) মোহাম্মদআলী জিন্নাহ

(B) লিয়াকতআলী

(C) চৌধুরীরহমত আলী

(D) মোহাম্মদইকবাল

 

উত্তর: চৌধুরী রহমত আলী

 

১৪. ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল?

(A) ১৯৪৬

(B) ১৯৪৫

(C) ১৯৪২

(D) ১৯৪১

 

উত্তর: ১৯৪২

 

১৫. কোন সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি উদ্ভাবন করেন?

(A) ১৯৪৬

(B) ১৯৪৭

(C) ১৯৩৩

(D) ১৯৩৪

 

উত্তর: ১৯৩৩

 

১৬. অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্টাম্প চালু হয়?

(A) ১৯০২সালে

(B) ১৮৫২সালে

(C) ১৮৭২সালে

(D) ১৮৯২সালে

 

উত্তর: ১৮৫২ সালে

 

১৭. ক্রিপস প্রস্তাবকে ব্যাংকেরপোস্ট ডেটেড চেক“- এর সাথে তুলনাকরেছেন কে?

(A) জহরলালনেহেরু

(B) বালগঙ্গাধরতিলক

(C) জিন্না

(D) মহাত্মাগান্ধী

 

উত্তর: মহাত্মা গান্ধী

 

১৮. নিম্নলিখিত মধ্যে কে ছিলেন কবিএবং রাজনৈতিক চিন্তাবিদ? 

(A) বিপিনচন্দ্রপাল

(B) মোহাম্মদইকবাল

(C) জিন্না

(D) বল্লভভাইপ্যাটেল

 

উত্তর: মোহাম্মদ ইকবাল

 

১৯.  সর্বভারতীয়ক্ষেত্রে  প্রথমকবে পোস্টাল স্টাম্প চালু হয়?

(A) ১৮৫৩সালে

(B) ১৮৫৪সালে

(C) ১৮৬০সালে

(D) ১৮৬১সালে

 

উত্তর:  ১৮৫৪সালে

 

২০. মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়?

(A) করাচি

(B) ঢাকা

(C) মুম্বাই

(D) লাহোর

 

উত্তর: করাচি

Previous..                         Next..

Leave a Comment