Bengali GK Questions Answers | GK MCQ
প্রিয় পাঠক,
আজকে আপনাদের জন্য General knowledge Part – 9 নিয়ে এসেছি। এর আগে আমাদের website এ অনেক গুলো জিকে প্রশ্নোত্তর পর্ব দেওয়া আছে, সেগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন। নিচে GK পর্ব ৯ এর প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।
সাধারণ জ্ঞান GK MCQ Question Answer
1. রাজস্থানের ‘সাদা শহর’ কাকে বলে?
(a) উদয়পুর
(b) জয়পুর
(c) যোধপুর
(d) কোনোটিই নয়
Answer : (a) উদয়পুর
2. বায়ুমণ্ডলে CO, বৃদ্ধি পায় কখন?
(a) পৃথিবীর তাপমাত্রা কমলে
(b) UV রশ্মি বাড়লে
(c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে
(d) পৃথিবীর তাপমাত্রা একই থাকলে
Answer : (c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে
3. “বিশ্ব স্বাস্থ্যদিবস” কবে পালিত হয়?
(a) ৭ এপ্রিল
(b) ৮ সেপ্টেম্বর
(c) ৫ জুন
(d) ৩১ আগস্ট
Answer : (a) ৭ এপ্রিল
4. লােকসভার প্রথম স্পিকার ছিলেন—
(a) জি, এস. ধীলন
(b) জি. বি. মাভলঙ্কর
(c) সর্দার হুকুম সিংহ
(d) এম, এ. আয়েঙ্গার
Answer : (b) জি. বি. মাভলঙ্কর
5. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?
(a) লর্ড বেন্টিঙ্ক
(b) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড ক্যানিং
Answer : (c) লর্ড ডালহৌসি