General Knowledge | Part – 9 | GK in Bengali

 Bengali GK Questions Answers | GK MCQ

gkghor.in
Bengali GK | সাধারণ জ্ঞান | GK for WBCS | GK for Competitive Exam | GK Mock Test

 

প্রিয় পাঠক, 

আজকে আপনাদের জন্য General knowledge Part – 9 নিয়ে এসেছি। এর আগে আমাদের website এ অনেক গুলো জিকে প্রশ্নোত্তর পর্ব দেওয়া আছে, সেগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন। নিচে GK পর্ব ৯ এর প্রশ্নোত্তর গুলি দেওয়া হল। 

সাধারণ জ্ঞান GK MCQ Question Answer 

1. রাজস্থানেরসাদা শহরকাকে বলে?

(a) উদয়পুর

(b) জয়পুর

(c) যোধপুর

(d) কোনোটিই নয়

Answer : (a) উদয়পুর

 

2.  বায়ুমণ্ডলে CO, বৃদ্ধি পায় কখন?

(a) পৃথিবীর তাপমাত্রা কমলে

(b) UV রশ্মি বাড়লে

(c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে

(d) পৃথিবীর তাপমাত্রা একই থাকলে

Answer : (c) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে

 

3. “বিশ্ব স্বাস্থ্যদিবসকবে পালিত হয়?

(a) এপ্রিল

(b) সেপ্টেম্বর

(c) জুন

(d) ৩১ আগস্ট

Answer : (a) এপ্রিল

 

4. লােকসভার প্রথম স্পিকার ছিলেন

(a) জি, এস. ধীলন

(b) জি. বি. মাভলঙ্কর

(c) সর্দার হুকুম সিংহ

(d) এম, . আয়েঙ্গার

Answer : (b) জি. বি. মাভলঙ্কর


5. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?

(a) লর্ড বেন্টিঙ্ক

(b) লর্ড ওয়েলেসলি

(c) লর্ড ডালহৌসি

(d) লর্ড ক্যানিং

Answer : (c) লর্ড ডালহৌসি

 

Read more

Countries And Capitals | বিভিন্ন দেশ ও রাজধানী

Various Country And Their Capitals

gkghor.in
Static GK | Country And Capital | Static GK In Bengali | Bengali GK

বন্ধুগণ, 

আজকের এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন দেশের নাম ও রাজধানী নাম। আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে এই দেশের নাম ও রাজধানীর নাম গুলি। নিচে দেওয়া হল দেখে নিন।  

 

বিভিন্ন দেশ এবং তাদের রাজধানীর নাম                          

দেশ                                      রাজধানী 

 

ইসরায়েল –                             জেরুজালেম

 

 ইতালি –                                 রোম

 

 ইথিওপিয়া –                           আদ্দিস আবাবা

 

 ইন্দোনেশিয়া–                        জাকার্তা

 

 ইয়েমেন–                               সানা

 

. ইরাক –                                  বাগদাদ

 

 ইরান–                                    তেহরান

 

 উগান্ডা –                                কাম্পালা

 

উত্তর কোরিয়া –                     পিয়ংইয়ং

 

উরুগুয়ে–                              মন্টিভিডিও

 

এল সালভাদোর –                   সান সালভাদোর

 

Read more

WBP Constable GK in Bengali | Bengali GK | Part – 8

 GK In Bengali | Part – 8 | Bangla Gk Question Answer 

gkghor.in
General Knowledge | WBCS GK | WBP GK | SSC GK | Bangla GK

প্রিয় পাঠক, 

আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা WBCS | WBP | PSC | Rail | Ssc | CGL | ICDS | Group C & D ইত্যাদি পরীক্ষার জন্য আমরা পর্ব- ৮ জিকে প্রশ্নোত্তর নিয়ে এসেছি। এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় অবশ্যই উপযোগী হবে। আপনারা আগের পর্বের প্রশ্নোত্তর গুলি না দেখলে নিচে দেওয়া লিঙ্কে চাপ দিয়ে দেখে নিন। 

General Knowledge Question Answer


1. সিন্ধু সভ্যতারমৃতের স্তুপকাকে বলা হয়?

(a) হরপ্পা

(b) মহেঞ্জোদারো

(c) কালিবাঙ্গান

(d) রুপার

Answer : (b) মহেঞ্জোদারো


2. লোথাল কোন নদীর তীরে অবস্থিত?

(a) সিন্ধু

(b) ঘর্ঘরা

(c) সবরমতী

(d) চেনাব

Answer : (c) সবরমতী


3. ‘বন্দেমাতরমপত্রিকার সম্পাদক কে ছিলেন?

(a) বিপিনচন্দ্র পাল

(b) অরবিন্দ ঘোষ

(c) ঈশ্বরগুপ্ত

(d) দেবেন্দ্রনাথ ঠাকুর

Answer : (b) অরবিন্দ ঘোষ


4. ‘শকারিউপাধি কে নিয়েছিলেন?

(a) চন্দ্রগুপ্ত মৌর্য

(b) সমুদ্রগুপ্ত

(c) প্রথম চন্দ্রগুপ্ত

(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Answer : (d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


5.গান্ধীআরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

(a) 1929

(b) 1930

(c) 1931

(d) 1932

Answer : (c) 1931

Read more

Bengali GK | Part – 7 | Gk Questions Answers

 GK In Bengali | Bangla GK MCQ Question Answer | Part – 7

gkghor.in
GK for WBCS | GK for Competitive Exam | GK for Rail | Group c & D | Gk

প্রিয় পাঠক, 

আজকের পর্বে আপনাদের নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আগের পর্ব গুলিতেও আমরা খুবই গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর দিয়েছিলাম। এই পর্বে অর্থাৎ পর্ব ৭ এ বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি দেওয়া হল। আপনারা যদি আগের প্রশ্নোত্তর গুলি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর – GK MCQ Question Answer             

1.মহাকর্ষ শক্তির সংজ্ঞা কে দিয়েছেন?

(a) নিউটন

(b) আর্কিমিডিস

(c) গ্যালিলিও

(d) ফ্যারাডে

Answer : (a) নিউটন


2.পলিথিন কীসের পলিমার?

(a) ইথিলিন

(b) প্রপাইলিন

(c) অ্যাপসটিলিন

(d) অ্যানালিন

Answer : (a) ইথিলিন


3. ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রােগ হয়?

(a) মিনামাটা

(b) ব্ল্যাকফুট

(c) ডাইলেক্সিয়া

(d) ইটাইইটাই

Answer : (d) ইটাইইটাই


4. ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত?

(a) মাদ্রাজ

(b) পুণে

(c) জামসেদপুর

(d) নাগপুর

Answer : (b) পুণে


5. ‘পদ্মা সুব্রাহ্মনিয়মনীচের কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত?

(a) কুচিপুড়ি

(b) ওড়িশি

(c) ভরতনাট্যম

(d) মণিপুরি

Answer : (c) ভরতনাট্যম


6. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়?

(a) মহারাষ্ট্র

(b) গুজরাট

(c) অন্ধ্রপ্রদেশ

(d) পাঞ্জাব

Answer : (b) গুজরাট

 

7. আলােকবর্ষ কীসের একক?

(a) সময়

(b) দূরত্ব

(c) আলো

(d) আলোর প্রাবল্য

Answer : (b) দূরত্ব

Read more

Drain of Wealth | সম্পদের নিষ্ক্রমণ | Modern Indian History

 Drain Of Wealth | Modern Indian History

gkghor.in
Drain Of Wealth | Modern Indian History | Indian History MCQ Question Answer | History GK


সম্পদের বহির্গমণ  

 ইংরেজ আমলে ভারতীয় অর্থনীতির নানা দিক নিয়ে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে এখনও আগ্রহ ও অনুসন্ধিৎসার অন্ত নেই। ব্রিটিশ ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ আধুনিক ঐতিহাসিকদের বিশেষভাবে অনুপ্রাণিত করলেও অতীতেও যে এ ধরনের চর্চা হয়নি তা কিন্তু নয়। উনিশ শতকের শেষ পর্বে জাতীয়তাবাদী অর্থনীতিবিদ ও ঐতিহাসিকগণ সাম্রাজ্যবাদীদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করে দেখতে চেয়েছেন যে ইংরেজ আমলে ভারতে কোন আর্থিক প্রগতি হয়নি বরং ভারতীয় জনগণের অবস্থা দিন দিন খারাপ হয়েছিল ভারতের সাবেকি অর্থনৈতিক কাঠামো ভেঙে ইংরেজরা দেশের স্বার্থে উপনিবেশিক অর্থ ব্যবস্থা গড়ে তুলেছিল তারপরেও অগ্রগতির পথে বাধা এসেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। ভারত কৃষিপ্রধান দেশ হলেও বারবার দুর্ভিক্ষ কবলিত হয়েছে। জাতীয়তাবাদী ঐতিহাসিক দের মধ্যে আমরা দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্তের নাম উল্লেখ করতে পারি যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের তীব্র সমালোচনা করেছেন।

 সম্পদের নিষ্কাশন (Drain Of Wealth) ::

 দাদাভাই নওরোজি বা রমেশচন্দ্র দত্ত ইংরেজিতে যাকে “Drain Of Wealth” বলেছেন বাংলায় তার অসংখ্য প্রতিশব্দ আছে। আবার অনেকে বলেছেন প্রতিদানহীন চালান, কেউবা সম্পদ নিষ্কাশন। Professor সব্যসাচী ভট্টাচার্য তার “উপনিবেশিক ভারতের অর্থনীতি” নামক বইটিতে এক জায়গায় এর বাংলা করেছেন ‘ধন নির্গম ও ধন নির্গমন’ আবার অন্যদিকে অনেকে বলেছেন ধন নিঃসরণ।

 কোম্পানির আমলে সম্পদ নিষ্কাশন এর প্রকৃতিঃ

১৮৬৭ খ্রিস্টাব্দের  মে মাসে লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের (East India Association) সভায় দাদাভাই নওরোজি (Dada Bhai Naoroji) সর্বপ্রথম এই বক্তব্য পেশ করেন যে ইংল্যান্ড ভারত শাসনের মূল্য স্বরূপ এখান থেকে সম্পদ নিয়ে মাতৃভূমিকে সমৃদ্ধশালী করেছে এবং তার ফলে ভারত রক্তশূন্যতায় ভুগছেন। দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে বিচারপতিরা নাচে ভোলানাথ চন্দ্র একই ধরনের বক্তব্য তুলে ধরেন। এরপর জি.ভি. যৌশি, প্রফুল্ল চন্দ্র রায়, মদনমোহন মালব্য, ওয়াচা, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমূখ গণ্যমান্য ভারতীয় এই তথ্য নিয়ে শোরগোল শুরু করে দেন। কলকাতায় অমৃতবাজার পত্রিকা এই বিষয়ে লেখালেখি শুরু হয়।

 কোম্পানির আমলে সম্পদ নিষ্কাশন এর যে প্রকৃতি ছিল 1858 সালের পরবর্তী ইংরেজ আমলে একই রকম ছিল কিনা জানা নেই। কোম্পানির আমলে গোড়ার দিকে মূল সমস্যা ছিল ভারতের তৈরি সুতি বস্ত্র ও রেশম শিল্প সামগ্রী চাহিদা ইংল্যান্ড ও ইউরোপের বাজারে যথেষ্ট থাকলেও ইংল্যান্ড বা ইউরোপের তৈরি দ্রব্যসামগ্রীর কোনো চাহিদা ছিল না। এর ফলে ইংল্যান্ড থেকে বহু মূল্যবান ধাতুর সামগ্রী এনে এইসব দ্রব্য ভারত থেকে কিনতে হতো। এইভাবে বহুমূল্যবান শোনাবার উপর চালান কেউই পছন্দ করত না। পলাশীর যুদ্ধের পর এবং 1765 সালে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে ইংল্যান্ড থেকে বহু মূল্যবান ধাতু আনার প্রয়োজন ফুরিয়ে যায়। এরপর থেকেই এখানকার টাকা দিয়েই দ্রব্য সামগ্রী কিনে ইংল্যান্ডে পাঠানো হতো এইভাবে সম্পদ নিষ্কাশন শুরু হয়।

 

কোম্পানির আমলে সম্পদের নিষ্কাশনঃ

 কোম্পানির হাত থেকে রাজের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার পর সম্পদ নিষ্কাশন এর প্রকৃতির রদবদল ঘটায়। লন্ডন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যালয়ের পেপার বা তার অংশীদারের লাভ বংশ প্রদান করার দায়িত্ব আর না থাকলেও ভারত সচিবের ইন্ডিয়া অফিসের যাবতীয় খরচ ভারত থেকে উসুল করা হতো। এছাড়াও ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি পদে যেসব ইংলিশ কর্মচারী অধিষ্ঠিত ছিলেন তাদের বেতন, বিভিন্ন ভাতা,সঞ্চয় ইত্যাদি সবই ভারত থেকে ইংল্যান্ডের চালান করা হতো। অন্যদিকে ভারতের বিভিন্ন পুচির বিনয়োগ এর ফলে বিভিন্ন সংস্থা লাভ করতো তাও ইংল্যান্ডে চলে যেত।

Read more

Geography Question Answer in Bengali | Part – 2 | MCQ

 Geography MCQ Question Answer | Part – 2 | Geography GK in Bengali

gkghor.in
Geography for WBCS | PSC | UPSC | Rail | Bank | SSC | CGL | Primary TET | C-TET | MC Qs

➤ ভূগোল প্রশ্নোত্তর   পর্ব – ২ 

Dear Friends, 

আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর আগে আমরা ভূগোলের উপর থেকে Part – 1 এ বেশ কিছু প্রশ্নোত্তর দিয়েছিলাম। আজকে আপনাদের জন্য Geography Mcq Questions Answers পর্ব ২ টি দেওয়া হল। এই পর্বের ভূগোল বিষয়ের প্রতিটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় ভূগোলের এই gk Question Answer গুলো অবশ্যই উপযোগী হবে।

 

👉 ভূগোল প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল


script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>

ভূগোল প্রশ্নোত্তর – Geography Question Answer



  1. উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়?

আমস্টারডাম

লন্ডন

টরেন্টো

অসলো

Answer :  আমস্টারডাম

 

2. কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

উত্তরাখণ্ড এ

উত্তর প্রদেশ এ

বিহার এ

ঝাড়খন্ড এ

Answer :  উত্তর প্রদেশ এ

 

3. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ অতিক্রম করে ?

script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>

প্রায় 1 ডিগ্রি

প্রায় 2 ডিগ্রি

প্রায় 3 ডিগ্রি

প্রায় 4 ডিগ্রি

Answer : প্রায় 1 ডিগ্রি

 

4. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?

দামোদর

রূপনারায়ন

দারকেশ্বর

জলঢাকা

Answer :  দামোদর

 

5. গঙ্গার সবথেকে বড় উপনদীর নাম কি?

যমুনা

গন্ডোক

ঘাঘরা

কুশি

Answer :  যমুনা

6. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?

হিমালয়

আল্পস

আন্দিজ

রকি

Answer :  আন্দিজ

 

7. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?

বুধ

মঙ্গল

বৃহস্পতি

শুক্র

Answer :  শুক্র

 

8. পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়?

মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরপূর্ব ইংল্যান্ড

জার্মানি

জাপান

Answer :  উত্তরপূর্ব ইংল্যান্ড

 

9. পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক?

script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9673671053632013″ crossorigin=”anonymous”>

শ্রীলঙ্কা

পাকিস্তান

মালয়েশিয়া

বাংলাদেশ

Answer :  বাংলাদেশ

 

Read more