জেনারেল নলেজ | Gk in Bengali for wbcs wbp | Part – 3

 জেনারেল নলেজ GENERAL KNOWLEDGE

GK PART – 3


gkghor.in
Gk in Bengali | GK Question Answer in bengali | Bangla GK | wbcs

বন্ধুরা, 

  আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গুরুত্বপূর্ণ Gk (জেনারেল নলেজ)। আজকে আপনাদের জন্য যে Gk Questions Answers গুলো শেয়ার করছি এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তাই আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক examination যেমন wbcs, psc, wbp, ssc, rail, cgl, Group c & d এবং পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাহায্য করবে। এর  আগে আমাদের website এ Gk in bdngali এর কয়েকটি পার্ট দিয়েছি। আপনারা অবশ্যই সেই পার্ট গুলো দেখে নিবেন।  Gk mock test দিতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দিতে পারেন। নিচে গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর গুলি দেখে নিন।  



GK IN BENGALI 

 1. পৃথিবীর শেষ পুরুষ সাদা একশৃঙ্গ গন্ডারের নাম কি ছিল?

 উত্তরঃ সুদান


2. আফগানিস্তান কোন বছর SAARC এর সদস্যপদ পেয়েছিলো?

উত্তরঃ ২০


3. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে?

  উত্তরঃ 75(3)


4. কোন ব্যক্তিকে গ্রেফতার করার সর্বাধিক কতক্ষনের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপিত করতে হয়?

উত্তরঃ 24 ঘন্টা


5. আকাশবাণীর নামকরণ কে করেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


6. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?

উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ


7. ন্যাশনাল AIDS রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ পুনে


8. জিআইএস(GIS) এর পুরো নাম কি?

উত্তরঃ  জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম


9. A Grammar of the Bengal Language  বইটির / গ্রন্থটির  বাংলা অক্ষর গুলোর ছাঁচ কে তৈরী করেন?

উত্তরঃ চার্লস উইলকিন্স 


10. ভারতের সংবিধান অনুযায়ী কার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে ?

উত্তরঃ রাজ্যপাল


11. পাস্তুরাইজেশন এর মাধ্যমে নিচের কোনটিকে জীবাণুমুক্ত করা হয়?

উত্তরঃ দুধ


12. কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি (BCG) টিকা ব্যবহার করা হয়?

উত্তরঃ যক্ষা


13. কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়?

উত্তরঃ গগনেন্দ্রনাথ


14. কে অরবিন্দ ঘোষকেস্বদেশিকতার ধর্মগুরুআখ্যা দেন?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


15. ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয়?

 উত্তরঃ ইটাই ইটাই

Source of Indian History | Ancient Indian History Mcq | ভারতীয় ইতিহাসের উপাদান পার্ট ১

 Indian History Source Short Type Question Answer

gkghor.in
Indian History | Ancient Indian History | History in Bengali | History MCQ Question Answer
 

হ্যালো বন্ধুরা,

 আজকে আমরা এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাসের উপাদান এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | আশা করি এই প্রশ্ন উত্তর গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের বিভিন্ন পরীক্ষায় সহযোগিতা করবে | আমাদের এই ওয়েবসাইটে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসব নতুন নতুন কিছু জিকে প্রশ্ন উত্তর এবং বিভিন্ন বিষয়ের উপর অনেক ধরনের প্রশ্ন উত্তর আজকের এই পর্বের ভারতের ইতিহাসের উপাদান বা ইন্ডিয়ান সোর্স অফ হিস্ট্রি গুলি আপনারা নিচে গিয়ে দেখে নিন | 


এর আগের  একটি পর্বে আমরা প্রি হিস্ট্রি ব প্রাক ইতিহাসের উপর কিছু mcq প্রশ্ন উত্তর দিয়েছি আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইট থেকে দেখে নিবেন | আর আপনারা যদি চান পিডিএফ ডাউনলোড করতে তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন | আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের জিকে প্রশ্ন উত্তর, যে জিকে প্রশ্ন উত্তর গুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই জিকে প্রশ্ন উত্তর গুলো আপনাদের আসন্ন বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডব্লিউ বি সি এস, পি এস সি এস, এস সি, ডাবলু বি পুলিশ ,গ্রুপ ডি গ্রুপ সি রেল এসএসসি এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ | তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলো যাতে ভালোভাবে হয় সেই দিক দিয়ে আমরা যতটা পারি আপনাদের সাহায্য করবো ধন্যবাদ |

Source of Indian History MCQ


1. স্বর্গ প্রতি স্বর্গ বংশ মন্বন্তর আর বংশানুচরিত এর সংকেত কে দেয়?

উত্তর: পুরান


2. ভাগবত ধর্মের সঙ্গে সম্পর্কিত প্রাচীনতম অভিলেখ কোনটি?

উত্তর: হেলিওডোরাস এর বেস্নগর অভিলেখ


3. ভারতের সর্বাধিক তামার পয়সা কারা জারি করেছিলেন?

উত্তর: কুশান


4. নিচের কোন চীনা যাত্রী চালুক্য দের শাসনকালে চীন এবং ভারতের সম্পর্কে বিবরণ দিয়েছেন?

উত্তর: মাতবালিন


5. বিক্রম এবং শক সম্বাতের মধ্যে কত বছরের তফাৎ?

উত্তর: ১৩৫


6. সংস্কৃত কবি এবং  নাট্যকার কালিদাসের উল্লেখ কোথায় পাওয়া যায়?

উত্তর: দ্বিতীয় পুলকেশির আইহোল প্রসস্তিতে


7. মিলিন্দোপান্হো কি

উত্তর: পালি গ্রন্থ


8. রাজতরঙ্গিনির লেখক কলহনের সময় শাসক কে ছিলেন?

উত্তর: জয় সিংহ


9. রাজতরঙ্গিনিতে কযটি অধ্যায় আছে?

উত্তর: আটটি


10. নিচের মধ্যে কাকে ভারতের মধ্যে প্রথম আইন প্রবর্তক মানা হয়?

উত্তর: মনুকে


11. মহাভারতের তেলুগু অনুবাদ কে করেন?

উত্তর: নন্নয়া


12. কারা সর্ব প্রথম আমাদের দেশকে ইন্ডিয়া বলে সম্বোধন করে?

উত্তর: গ্রীকরা


13. কার সিক্কাতে মন্দির আকৃতি অঙ্কন আছে?

উত্তর: অন্দুবর এবং পাঞ্চাল


14. কোন অভিলেখ থেকে পুষ্যমিত্রের দুটি অশ্বমেধ যজ্ঞের কথা জানা যায়?

উত্তর: ধনদেবের অযোধ্যা অভিলেখ


15. কে সর্বপ্রথম সোনার সিক্কা চালু করেন?

উত্তর: বিম কদফিসিস

Read more