Physical Science Question Answer | Part – 1
বন্ধুগণ,
এই পর্বে আপনাদের জন্য ভৌত বিজ্ঞানের (Physical Science) বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হযেছি। ভৌত বিজ্ঞানের পর্ব ১ আপনাদের জন্য মোট ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল। পরবর্তীতে আমরা ভৌত বিজ্ঞানের উপর থেকে আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর নিয়ে আসব। আপনারা অবশ্যই আমাদের website এ নজর রাখুন এই রকম উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে।
আমাদের দেওয়া প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় যেমন – UPSC, RAIL, BANK, SSC, CGL, WBCS, GROUP D & C, PSC, ICDS, CLEARK, TET, GRAMIN SEVOK সাহায্য করবে। আমরা আপনাদের সাহায্যের জন্য আমাদের website এ বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে থাকি। আপনাদের যদি কোন বিষয়ে জানার বা জিজ্ঞেসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভৌত বিজ্ঞান – Physical Science Questions Answers
1. পারদ সাধারণ উষ্ণতায় কি ধাতু?
➤ Answer : তরল ধাতু
2. গ্রীষ্মপ্রধান দেশে পারদ ছাড়াও তরল ধাতু হলো?
➤ Answer : গ্যালিয়াম
3. তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হলো?
➤ Answer : কলিচুন
4. একটি মৌলের পারমাণবিক 2 ভরসংখ্যা 4 মৌলটি কি?
➤ Answer : লিথিয়াম
5. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায়?
➤ Answer : ঘন থেকে লঘু
6. একটি লেড পেন্সিল এর কত শতাংশ লোড থাকে?
➤ Answer : 0%
7. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল?
➤ Answer : রৈখিক ভরবেগ
8. প্রাচীনকালের রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার হতো?
➤ Answer : বারুদ
9. বিশুদ্ধ লোহার রং কেমন?
➤ Answer : ধূসর সাদা
10. গ্যালেনা কার আকরিক?
➤ Answer : লেড
11. DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
➤ Answer : ফুলকপির মোজাইক ভাইরাস
12. DNA যুক্ত প্রাণী ভাইরাস?
➤ Answer : বসন্ত ভাইরাস ,হেপাটাইটিস বি ভাইরাস ,হারপিস ভাইরাস
13. RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
➤ Answer : টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস
14. RNA যুক্ত প্রাণী ভাইরাস?
➤ Answer : পোলিও ভাইরাস ,ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস
15. সবচেয়ে ছোট আয়তনের ভাইরাস?
➤ Answer : রাইনো ভাইরাস
16. সবচেয়ে বড় আয়তনের ভাইরাস?
➤ Answer : আলুর X ভাইরাস
17. গোলাকার ভাইরাস?
➤ Answer : পোলিও ভাইরাস
18. দন্ডাকার ভাইরাস?
➤ Answer : টোবাকো মোজাইক ভাইরাস
19. ভাইরাসের দেহে বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
➤ Answer : ক্যাপসিড
20. ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কে কি বলে?
➤ Answer : ভাইরাস জিনোম
21. বস্তুর ভর কি দিয়ে মাপা হয়?
➤ Answer : সাধারণ তুলা যন্ত্র দিয়ে
22. এস আই পদ্ধতিতে ভরের একক কি?
➤ Answer : কিলোগ্রাম
23. সিজিএস পদ্ধতিতে ভরের একক কি?
➤ Answer : গ্রাম
24. বস্তুর স্বকীয় ধর্ম কাকে বলা হয়?
➤ Answer : বস্তুর ভর কে
25. ভর কাকে বলে?
➤ Answer : কোন বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ঐ বস্তুর ভর বলা হয়।
26. ভার কাকে বলে?
➤ Answer : কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ভার বা ওজন বলে।
27. বস্তুর ওজন কিসের সাহায্যে পরিমাপ করা হয়?
➤ Answer : স্প্রিং তুলা যন্ত্র দিয়ে
28. এস আই পদ্ধতিতে ওজনের পরম একক কি?
➤ Answer : নিউটন
29. সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কি?
➤ Answer : ডাইন
30. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল?
➤ Answer : রৈখিক ভরবেগ
Next…