Physics MCQ In Bengali | পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ১

Table of Contents

 Physical Science MCQ For Competitive Exam

Physical Science MCQ In Bengali | Science GK Question Answer

    

পদার্থ বিজ্ঞানের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেখে নিন। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা Physics এর উপর থেকে পর্ব ১ মোট 20 টি প্রশ্নোত্তর দিলাম। পরবর্তী পর্ব গুলিতে আরও প্রচুর পরিমাণ প্রশ্নোত্তর সংগ্রহ করে দেওয়া হবে। আজকের পর্বের Physics Question Answer গুলো আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে পদার্থ বিজ্ঞানের প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।

Physics Question Answer In Bengali 

1. ব্যারােমিটারে তরল হিসেবে জল নিলে সেটার স্বাভাবিক পাঠ কত হবে?

(A) 76cm

(B) 10.34m

(C) 1m

(D) 34.01m

উত্তর : 1m

 

2. সােলার কুকার এর উপরিভাগ একটি কাঁচের প্লেট দ্বারা আবৃত রাখা হয় কেন?

(A) যাতেছ্যাকা না লাগে

(B) ধুলােবালিনা লাগে

(C) তাপসহজে বিকিরিত হয়

(D) ভিতরেতাপমাত্রা বৃদ্ধি পায়

উত্তর : ভিতরেতাপমাত্রা বৃদ্ধি পায়

 

3. জাড্যের ধারণা দেয় নিউটনের কোন সূত্র ?

(A) নিউটনেরপ্রথম গতিসূত্র

(B) দ্বিতীয়গতিসূত্র

(C) তৃতীয়গতিসূত্র

(D) এদেরকোনােটিই নয়

উত্তর : নিউটনেরপ্রথম গতিসূত্র

 

4. পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটির ভর সবথেকে কম?

[A] প্রােটন

[B] নিউট্রন

[C] ইলেক্ট্রন

[D] তিনটিউপাদানের ভর সমান

উত্তর : ইলেক্ট্রন

5. এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি ?

(A) ক্যান্ডেলা

(B) কেলভিন

(C) ফারেনহাইট

(D) সেন্টিগ্রেড

উত্তর : কেলভিন

 

6. নিম্নের রাশি গুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ?

(A) কার্য

(B) ঘনত্ব

(C) ভরবেগ

(D) শক্তি

উত্তর : ভরবেগ

 

7. NTP তে llitere হাইড্রোজেন গ্যাসের ভর কত?

(a) 8 g

(b) 9 g

(c) .089 g

(d) .098 g

উত্তর : 0.089 g

8. গভীরতা বাড়লে তরলের চাপ কি হয় ?

(A) কমে

(B) বাড়ে

(C) একইথাকে

(D) কোনােটিইনয়

উত্তর : বাড়ে

9. কোনও তরলের পৃষ্ঠটান পরিমাপের S.I একক কী?

[A] নিউটন/বর্গমিটার

[B] কিলােগ্রাম/বর্গমিটার

[C] ডাইন/ বর্গমিটার

[D] নিউটন/ মিটার

উত্তর : নিউটন/ মিটার

 

10. নীচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতাে আচরণ করে?

[A] নিয়ন

[B] আর্গন

[C] ক্রিপটন

[D] বােরন

উত্তর : বােরন

 

11. সব থেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হল

[A] হিলিয়াম

[B] আরগন

[C] ক্রিপটন

[D] জেনন

উত্তর : জেনন

 12. তরলঅক্সিজেনের স্ফুটনাঙ্ক -183°C হলে ফারেনহাইট স্কেলে কত হবে ?

[A] -210°

[B] -297°

[C] -310°

[D] -369°

উত্তর : -297°

 

13. ‘গ্যালেনাকিসের আকরিক ?

[A] কপার

[B] জিঙ্ক

[C] লেড

[D] অ্যালুমিনিয়াম

উত্তর : লেড


 14. ঘর্ষণ বলের সর্বাধিক মান পরিচিত কী নামে ?

[A] নরম্যালফ্ৰিকলন

[B] রেলিংফ্রিকশন

[C] লিমিটিংফ্রিকশন

[D] কোয়েফিসিয়েন্টঅফ ফ্রিকশন

উত্তর : লিমিটিংফ্রিকশন

 

15. সিলিকন কী ধরনের পদার্থ ?

[A] পরিবাহী

[B] অপরিবাহী

[C] অর্ধপরিবাহী

[D] কোনওটিনয়

উত্তর : অর্ধপরিবাহী

 

16. রেক্টিফায়ার দিয়ে কী পরিবর্তন করা হয়?

[A] AC থেকেAC

[B] AC থেকেDC

[C] DC থেকেAC

[D] DC থেকেDC

উত্তর : AC থেকেDC

 

17. একটি দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল

[A] একইথাকবে

[B] বৃদ্ধিপাবে

[C] হ্রাসপাবে

[D] উপরেরকোনটিই নয়

উত্তর : হ্রাসপাবে

 

18. একটি দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল

[A] একইথাকবে

[B] বৃদ্ধিপাবে

[C] হ্রাসপাবে

[D] উপরেরকোনটিই নয়

উত্তর : সিলিকন 

19. বিশুদ্ধ লােহার রঙ কেমন?

[A] ধূসরসাদা

[B] ধূসরলাল

[C] বাদামি

[D] হালকাহলুদ

উত্তর : ধূসরসাদা

 

20. মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ

[A] মেঘআদ্রর্তা ছড়ায়

[B] জলেরব্যতিক্রমী প্রসারণ

[C] মেঘশিশির শােষণ করে

[D] মেঘলারাতে ভূপৃষ্ঠের তাপবিকিরণ ধীরে হয়

উত্তর : মেঘলারাতে ভূপৃষ্ঠের তাপবিকিরণ ধীরে হয়                

Leave a Comment