Physics MCQ In Bengali Part 2 | পদার্থ বিজ্ঞান MCQ Question Answer

Table of Contents

 Physics GK MCQ Question Answer In Bengali

Physics MCQ For Competitive Exam 

    

Physical Science GK MCQ Question Answer Part 2 তে আপনাদের জন্য বাছাই করা Important মোট ২০ টি প্রশ্নোত্তর এই পর্বে দেওয়া হল। আপনাদের জন্য প্রতিনিয়ত প্রত্যেক বিষয়ে আমরা General Knowledge MCQ Question Answer দিয়ে থাকি। নিচে পদার্থ বিজ্ঞানের প্রশ্নোত্তর গুলি দেখে নিন।

Physics GK MCQ Question Answer In Bengali  

  . অবস্থারপরিবর্তনে তাপমাত্রা থাকে। 

উক্তিটি 

 

(A) ঠিক

(B) ভুল 

(C) কখনো কখনো ঠিক 

(D) বলা যায় না

 

 উত্তর: ঠিক

 

. অবস্থারপরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে?

 

(A) স্থির থাকে

(B) পরিবর্তিত হয় 

(C) প্রথমে বারে পরে কমে 

(D) কোনোটিই নয় 

 

উত্তর: পরিবর্তিত হয় 

 

. S.I. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত

 

(A) 4000 জুল/ কেজি কেলভিন

(B) 4100 জুল/ কেজি কেলভিন

(C) 4200 জুল/ কেজি কেলভিন

(D) 4300 জুল/ কেজি কেলভিন

 

উত্তর:  4200 জুল/ কেজি কেলভিন

 

. একই উষ্ণতায় এক গ্রাম তামা এক গ্রাম লোহা কী একই পরিমান তাপ ধারণ করে?

 

(A) হ্যাঁ 

(B) না 

(C) কখনো কখনো করে

(D) কখনো কখনো করে না

 

উত্তর: না 

 

. বরফের আপেক্ষিক তাপ কত?(CGS এককে

 

(A) 0.3 ক্যালোরি/ গ্রাম°সে

(B) 0.4 ক্যালোরি/ গ্রাম°সে

(C) 0.2 ক্যালোরি/ গ্রাম°সে

(D) 0.5 ক্যালোরি/ গ্রাম°সে

 

উত্তর: 0.5 ক্যালোরি/ গ্রাম°সে

 

.  …… তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি

 

(A) তেল 

(B) জল 

(C) গ্লিসারিন

(D) HCL

 

উত্তর: জল

 

. কোন বস্তুর তাপগ্রাহীতা 200 CGS একক হলে বস্তুটির জলসম কত হবে?

 

(A) 200 গ্রাম

(B) 100 গ্রাম

(C) 400 গ্রাম

(D) 300 গ্রাম

 

উত্তর: 200 গ্রাম

 

. শীতের দেশে থার্মোমিটারে ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহলকে পছন্দ করা হয় কারণ

 

(A) অ্যালকোহল পারদ এর তুলনায় তাপের বেশি সুপরিবাহী 

(B) অ্যালকোহলকে পছন্দমত রং দেওয়া যায় যার ফলে উষ্ণতা নির্দেশ সহজ হয়

(C) এর হিমাঙ্ক খুব কম 

(D) এটি তুলনায় সস্তা  

 

উত্তর:  এর হিমাঙ্কখুব কম 

 

.একটি কাচের ফ্লাস্কে কিছু পরিমাণ তরল নিয়ে তাকে উত্তপ্ত করলে

(A) তরলের ঘনত্ব অপরিবর্তিত থাকে

(B) তরলের ঘনত্ব বাড়ে 

(C) তরলের মাত্রা বাড়তে থাকে 

(D) প্রথমে তরলের মাত্রা কমে এবং তারপর বাড়তে থাকে

 

উত্তর:  প্রথমে তরলের মাত্রা কমে এবং তারপর বাড়তে থাকে

 

১০. জলের ধর্ম যদি অন্যান্য তরলের মতো হতো, তবে খুব ঠান্ডা সময়ে

 

(A) উপর থেকে নিচে 

(B) নিচে থেকে উপরে 

(C) সমস্ত তাই একই থাকে

(D) প্রথমে, নিচে পরে পাশে এবং শেষে মাঝের অংশ জমে যেত

 

উত্তর:  নিচে থেকে উপরে 

 

১১. কোন লেকের উপরিভাগের জমে যাওয়া বরফের উষ্ণতা – 15°C বরফের সংস্পর্শে থাকা জলের উষ্ণতা কত হবে?

 

(A) 0°C

(B) 4°C

(C) -15°C

(D) -7.5°C

 

উত্তর: 0°C

 

১২. কোন জলাশয়ের জল ঠাণ্ডায় জমে গেলেও মাছ অন্যান্যজলজ প্রাণী কিভাবে বেঁচে থাকে?

 

(A) মাছের রক্ত শীতল বলে 

(B) মাছ বরফের মধ্যে চলাচল করতে পারে  

(C) জলাশয়ের নিচের অংশের জল জমে না

(D) বরফ তাপের কুপরিবাহী

 

উত্তর:  জলাশয়ের নিচের অংশের জল জমে না

 

১৩. 100C উষ্ণতার জলকে 0°C উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করলে

(A)এর আয়তন ধীরে ধীরে কমে 0°C উষ্ণতায় সর্বনিম্ন হবে 

(B) এর ঘনত্ব ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 0°C উষ্ণতায় সর্বোচ্চ হবে

(C)  এর আয়তন 4°C অবধি কমতে থাকে এবং তারপর বাড়ে 

(D) এর ঘনত্ব অবধি 4°C কমতে থাকে তারপর বাড়তে থাকে

 

উত্তর: এর আয়তন4°C অবধি কমতে থাকে এবং তারপর বাড়ে 

 

১৪. নিচের তরল গুলির মধ্যে তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী

 

(A) জল

(B) পারদ 

(C) ইথার

(D) অ্যালকোহল

 

উত্তর: পারদ

 

১৫. রোদ্দুরে পড়ে থাকা কোন হাতুড়ির ধাতব অংশটি কাঠের হাতল এর তুলনায়বেশি গরম মনে হয়

 

 (A) লোহার উষ্ণতা তুলনামূলকভাবে বেশি

(B) লোহা কাঠের চেয়ে ভালো 

(C) লোহার তাপ ধারণ ক্ষমতা বেশি 

(D) লোহা তাপের সুপরিবাহী

 

উত্তর: লোহা তাপের সুপরিবাহী

 

১৬. মাইকা হল

(A)তাপের সুপরিবাহী বিদ্যুতের সুপরিবাহী 

(B)তাপের সুপরিবাহী বিদ্যুতের কুপরিবাহী 

(C)কুপরিবাহী বিদ্যুতেরসুপরিবাহী

(D)তাপের কুপরিবাহী বিদ্যুতের কুপরিবাহী

 

উত্তর:  তাপের সুপরিবাহী বিদ্যুতের

 কুপরিবাহী

 

১৭. থার্মোস্ট্যাটএর কাজ হল

 

(A) ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা

(B) তাপমাত্রা পরিমাপ করা 

(C) তাপমাত্রা নিয়ন্ত্রণ করা 

(D) তাপ নিয়ন্ত্রণ করা

 

উত্তর: তাপমাত্রা নিয়ন্ত্রণ করা 

 

১৮. উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে, কারণ

(A)বেশি উষ্ণতা সৃষ্টি করে 

(B)বেশি তাপ শোষণ করে 

(C)আমাদের শরীরের তাপ বের হতে দেয় না 

(D)ঠাণ্ডা বাতাস কে ঢুকতে দেয় না

 

উত্তর: আমাদের শরীরের তাপ বের হতে দেয় না

 

১৯. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ?

 

(A) লীন তাপ 

(B) বিকীর্ণ তাপ

(C) দুটোই

(D) কোনোটিই নয়

 

উত্তর:  বিকীর্ণ তাপ

 

২০. তাপ একটি

 

(A)  উভমুখী রাশি 

(B) স্কেলার রাশি 

(C) ভেক্টর রাশির

(D) একক রাশি

 

উত্তর: স্কেলার রাশি



Previous..                        Next..

         

Leave a Comment