WBCS Previous Year Question Paper
বন্ধুরা,
শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি wbcs History previous year MCQ Question Answer। আজকে আপনাদের জন্য নিয়ে আসা এখানকার প্রত্যেকটাপ্রশ্নোত্তর বিগত বছরগুলোতে wbcs preliminary exam এ এসেছে। আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য ইতিহাসের এই প্রশ্নোত্তর গুলি নিয়ে এসেছি। এছাড়াও History MCQ question answer গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তাই আপনারা অবশ্যই প্রশ্নোত্তর গুলি দেখে নিন। আজকে আমরা সেট – ১ দিয়েছি। এর ইতিহাস থেকে আসা সমস্ত mcq questions answers গুলো দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে pdf download করে নিতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া আছে।
ইতিহাস প্রশ্নোত্তর – HISTORY MCQ Question Answer
1.‘কাদম্বরী’ – রচয়িতা কে?
(A) বাণভট্ট
(B)ভবভূতি
(C)কলহন
(D)ক্ষেমন্ত্র
বাণভট্ট
2.মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন?
(A) চন্দ্রগুপ্ত
(B)মহাপদ্ম নন্দ
(C)অজাতশত্রু
(D)বিম্বিসার
বিম্বিসার
3.বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন
(A) জীবক
(B)চরক
(C)নচিকেতা
(D)কৌটিল্য
জীবক
4.‘অষ্টদিগগজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?
(A) কৃষ্ণদেব রায়
(B)বীর নরসিঙ্ঘ
(C)দ্বিতীয় দেবরায়
(D)প্রথম দেবরায়
কৃষ্ণদেব রায়
5.রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?
(A) লোথাল
(B)কালিবাগান
(C)সুকতাজেন্ডার
(D)মহেঞ্জদাড়ো
কালিবাগান
6.মৌর্যশাসক যিনি তাঁর আদেশলিপিতে ‘পিয়দর্শী’ নামের ব্যবহার করতেন তিনি হলেন
(A) বৃহদ্রথ
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D)বিম্বিসার
অশোক
7.চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন
(A) প্রথম কুলোতুঙ্গ
(B)হর্ষবর্ধন
(C)অশোক
(D) সমুদ্রগুপ্ত
হর্ষবর্ধন
8.‘রজমনামা’ যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি হল
(A) মহাভারত
(B)গীতা
(C)রামায়ণ
(D)উপনিষদ
মহাভারত
9.‘সুল-ই-কুল’ নীতির প্রবর্তন করেন
(A) মহম্মদ শাহ
(B)জাহান্দার শাহ
(C)ঔরঙজেব
(D)আকবর
আকবর
10.‘নীলদর্পন’ এর রচয়িতা হলেন
(A) বিপিন চন্দ্র পাল
(B)গিরিশচন্দ্র ঘোষ
(C)দীনবন্ধু মিত্র
(D)রবীন্দ্রনাথ ঠাকুর
দীনবন্ধু মিত্র
11.রাণা প্রতাপের রাজপুত বংশ ছিল
(A) পরামর
(B)সোলাঙ্কি
(C)শিশোদিয়া
(D)কাছোয়া
শিশোদিয়া
12. মুণ্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন
(A) কোরা মাল্লা
(B)বাপট
(C)বীরসা
(D)সিধু
বীরসা
13.‘সতী’ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল
(A) ১৮৫৮
(B)১৮২৯
(C)১৮০০
(D) ১৭৯৫
১৮২৯
14.যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাসব্যাণ্ড মিশন পাঠান, তিনি হলেন
(A) কার্জন
(B)মেয়ো
(C)লিটন
(D)রিপন
কার্জন
15.জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটি হল
(A) ১৯০০
(B)১৮৯০
(C)১৮৮৫
(D)১৮৭০
১৮৭০
16.হরিজন সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন
(A) বি আর আম্বেদকর
(B)এম কে গান্ধী
(C)এন এম লোখান্ডী
(D)বি জি তিলক
এম কে গান্ধী
17.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল
(A) এলাহাবাদ
(B)মাদ্রাজ
(C)বোম্বাই
(D)কলকাতা
বোম্বাই
18.ব্রিটিশের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটেছিল সিটি হল
(A) মহীশুর
(B)ত্রিবাঙ্কুর
(C)কাশ্মীর
(D)অযোধ্যা
ত্রিবাঙ্কুর
19.কোন ঐতিহাসিক মোগল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত?
(A) এস গোপাল
(B)সুশোভন চন্দ্র সরকার
(C)যদুনাথ সরকার
(D)সুমিত সরকার
যদুনাথ সরকার
20.রামমোহন রায় কে রাজা উপাধি প্রদান করেন মোগল সম্রাট
(A) বাহাদুর শাহ জাফর
(B)দ্বিতীয় আকবর
(C)মুহম্মদ শাহ
(D)জাহান্দার শাহ
দ্বিতীয় আকবর
NEXT
GK Mock Test👉 | |
Gegraphy MCQ👉 | |
Wbcs & Wbp GK👉 | |
History MCQ 👉 |