Indian Rail Exam GK In Bengali
RRB Indian Railway Exam 2021-2022 Bengali GK Questions Answers Part 4। আসন্ন রেলের পরীক্ষার প্রস্তুতির জন্য বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ General Knowledge আপনাদের জন্য দেওয়া হল। আগের পর্বের জিকে প্রশ্নোত্তর গুলি না দেখে থাকলে দেখে নিন।
Important MCQ GK In Bengali
১. কে বলেছিলেন‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে‘?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) মতিলাল নেহেরু
(C) জি কে গোখেল
(D) উপরের কেউই নন
উত্তর: জি কে গোখেল
২. বারবার যুগের গ্রানাইট অগ্নেস পাওয়া যায়
(A) শিবালিক পর্বতমালায়
(B) ডেকান মালভূমিতে
(C) ছোটনাগপুর মালভূমিতে
(D) কিরথার পর্বতমালা
উত্তর: ছোটনাগপুর মালভূমিতে
৩. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
(A) জম্বু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মণিপুরে
উত্তর: মণিপুরে
৪. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা–
(A) 7
(B) 17
(C) 77
(D) 11
উত্তর: 7
৫. কোন বছর জাতীয় কংগ্রেস ‘পূর্ণ– স্বরাজে‘-র প্রস্তাবগ্রহণ করে?
(A) 1928
(B) 1929
(C) 1930
(D) 1931
উত্তর: 1929
৬. গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত?
(A) লৌহ
(B) কয়লা
(C) পেট্রোলিয়াম
(D) বক্সাইট
উত্তর: কয়লা
৭. পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত, তা হল–
(A) ইউরোডেলা
(B) অ্যানুরা
(C) জিমনোওফাওনা
(D) উপরের কোনোটিই নয়
উত্তর: অ্যানুরা
৮. 1940-মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক পরিচয় গৃহীত হয়?
(A) করাচি
(B) পাটনা
(C) লাহোর
(D) সিন্ধু
উত্তর: লাহোর
৯. ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে?
(A) 1920
(B) 1850
(C) 1800
(D) 1755
উত্তর: 1850
১০. চিংড়ির ক্যারাপেস এর যে অংশটি গ্রল আবরণের কাজ করে তাকে বলা হয়?
(A) ব্রঙ্কাস
(B) ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লী
(C) ব্র্যাঙ্কিওস্টেগাইট
(D) ব্র্যাঙ্কিওস্টেগাল স্পাইন
উত্তর: ব্র্যাঙ্কিওস্টেগাইট
১১. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?
(A) রাজাগোপালাচারী
(B) শরৎ বসু
(C) মতিলাল নেহেরু
(D) শ্যামাপ্রসাদ মুখার্জী
উত্তর: মতিলাল নেহেরু
১২. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত?
(A) শতদ্রু
(B) ইরাবতী
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম
উত্তর: ঝিলম
১৩. বঙ্গোপসাগরের সাইক্লোনের প্রাধান্য হয় –
(A) বর্ষার প্রথমে
(B) বর্ষার শেষে
(C) শীতকালে
(D) গ্রীষ্মকালে
উত্তর: বর্ষার প্রথমে
১৪. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের এর উৎপত্তিস্থল হল–
(A) মস্তিষ্ক
(B) রক্ত
(C) থাইরয়েড
(D) অগ্নাশয়
উত্তর: রক্ত
১৫. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?
(A) 1918
(B) 1920
(C) 1921
(D) 1924
উত্তর: 1918
১৬. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
(A) রাইডাক
(B) পাগলা
(C) তোর্ষা
(D) মেছি
উত্তর: রাইডাক
১৭. কে সূর্যাস্তআইন প্রবর্তন করেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লর্ড বেন্টিং
(D) লর্ড ক্যানিং
উত্তর: লর্ড কর্ণওয়ালিস
১৮. নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
(A) অমরকন্টক মালভূমি
(B) বিন্দু পর্বতমালা
(C) মাইখাল পর্বতমালা
(D) পালনী পর্বত
উত্তর: অমরকন্টক মালভূমি
১৯. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল–
(A) পালনি পর্বত
(B) নীলগিরি পর্বত
(C) পালঘাট গ্যাপ
(D) আন্নামালাই পর্বত
উত্তর: নীলগিরি পর্বত
২০. কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন?
(A) ভগবদ্গীতা
(B) মনুস্মৃতি
(C) সুলভা সূত্র
(D) পরাশর সংহিতা
উত্তর: মনুস্মৃতি