RRB Railway Group D Exam GK Question Answer Pdf | Part – 1 | NTPC Rail Exam

Table of Contents

 Indian Railway Group D Exam GK in Bengali

   

gkghor.in
Railway Group D Exam GK In Bengali | Competitive Exam GK

ভারতীয় রেলে খুব শীগ্রই Group D Exam হতে চলেছে। তাই RRB Rail Exam এ আপনাদের প্রস্তুতির জন্য আমরা RRB GK Questions Answers সিরিজ শুরু করেছি। আপনাদের পরীক্ষায় সহযোগিতার জন্য আমরা আপনাদের জন্য Important GK Questions Answers গুলি দিতে চলেছি। আজকের প্রথম পর্বে আপনাদের জন্য মোট ২০ টি জেনারেল নলেজ প্রশ্নোত্তর দেওয়া হল। General Knowledge গুলি বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। নিচে জিকে প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।

RRB Group D General Knowledge MCQ Question Answer 

. 2015-তে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়?

 

(A) 10 জানুয়ারি 

(B) 4ফেব্রুয়ারি

(C) 5 জুন 

(D) 15জুলাই

 

 উত্তর: 4ফেব্রুয়ারি

 

. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য

 

(A) ভারতীয় সংবিধানের সংস্কারের

(B) প্রশাসনিক সংস্কার 

(C) শিক্ষা সংস্কার  

(D) জেলা কোট সংস্কার

 

উত্তর: ভারতীয় সংবিধানের সংস্কারের

 

. কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন?

 

(A) মতিলাল নেহেরু 

(B) সি আর দাস 

(C) রাজেন্দ্র প্রসাদ 

(D) রাজা গোপালাচারী

 

উত্তর: সি আর দাস 

 

. Satellite তথ্য সংগ্রহ করে

 

(A) বন জঙ্গলের সীমানাসংক্রান্ত 

(B) নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত 

(C) আসন্ন ঝড় সংক্রান্ত

(D) উপরোক্ত সবকটি

 

উত্তর: নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত

 

. 2001 Cenus- এই মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছিল

 

(A) নর্মদা উপত্যকায এবং ছত্রিশগড়

(B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা

(C) মধ্য প্রদেশ এবং ছত্রিশগড় 

(D) মধ্যপ্রদেশের এবং বির্দভ

 

উত্তর: মধ্য প্রদেশ এবং ছত্রিশগড় 

 

. মেন্ডেলীয় দ্বিশংকর জননের বহিরঙ্গের অনুপাত হল

 

(A) 9:3:3:1

(B) 1:1:1:1

(C) 3:4:3:1

(D) 1:2:1:1

 

উত্তর: 9:3:3:1

 

যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল

 

(A) রেগুর 

(B) ল্যাটেরাইট মৃত্তিকা

(C) রেগোলিথ 

(D) রাঙ্গামাটি

 

উত্তর: রেগুর

 

. কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়?

 

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

(B) স্বামী বিবেকানন্দ 

(C) রামমোহন রায় 

(D) বি জি তিলক

 

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

 

. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ

 

(A) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 

(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা 

(C) উত্তর পূর্ব মৌসুমি বায়ু 

(D) আরব সাগরেশাখা ভারতীয় মৌসুমী বায়ু

 

উত্তর: ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা

 

১০. সিরিসেনা রাষ্ট্রপতি আছেন যে দেশে সেটি হল

 

(A) শ্রীলংকা 

(B) মালদ্বীপ 

(C) কাম্পুচিয়া

(D) নেপাল

 

উত্তর: শ্রীলংকা

 

১১.’তসররেশম উৎপন্ন করে

 

(A) Antheraca mytlitta

(B) Bombyx mori

(C) Philosomia ricini

(D) Antheraea assamensis

 

উত্তর: Bombyx mori

 

১২. স্তন্যপায়ী প্রণীর করোটিক স্নায়ুর সংখ্যা

 

  (A) 10জোড়া

(B) 10টি

(C) 12 জোড়া

(D) 12টি

 

উত্তর: 12 জোড়া

 

১৩. ‘কাদম্বরীগ্রন্হের রচয়িতা ছিলেন

 

(A) খেমেন্দ্র

(B) কলহন

(C) ভবভূতি

(D) বাণভট্ট

 

উত্তর: বাণভট্ট

 

১৪. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

 

(A) হরপ্পা

(B) লোথাল

(C) ধোলাভিরা

(D) সুর্কোটাডা

 

উত্তর: লোথাল

 

১৫. কুডানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত

 

(A) তামিলনাড়ু 

(B) কর্ণাটক

(C) কেরলে

(D) অন্ধ্রপ্রদেশে

 

উত্তর: তামিলনাড়ু

 

১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন

 

(A) অ্যানি বেসান্ত

(B) বিজয়লক্ষ্মী পন্ডিত 

(C) সরোজিনী নাইডু

(D) অরুনা আসভ আলি

 

উত্তর: সরোজিনী নাইডু

 

১৭. টপোগ্রাফি মানচিত্র নির্মাতা Survey of India   – প্রধান অফিস হল

 

(A) মুসৌরীতে

(B) সিমলায়

(C) দেরাদূনে

(D) নৈনীতালে

 

উত্তর: দেরাদূনে

 

১৮. LED  অর্থ হল

 

(A) আলো নিঃসরণকারী যন্ত্র 

(B) আলো নিঃসরণকারী ডায়োড 

(C) আলোয় মোড়া যন্ত্র 

(D) আলো নিঃসরণকারী ডট

 

উত্তর: আলো নিঃসরণকারী ডায়োড 

 

১৯. রাজ্যের আইনসভার উপরের কখটির নাম হল

 

(A) লোকসভা

(B) রাজ্যসভা

(C) বিধানসভা 

(D) বিধান পরিষদ 

 

উত্তর: বিধান পরিষদ

 

২০. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়?

 

 (A) 1773

(B) 1781

(C) 1784

(D) 1858

 

উত্তর: 1784  
                              

Leave a Comment