General Science GK Question Answer Part 2
প্রিয় পাঠক,
আপনাদের জন্য এই পর্বে থাকছে সাধারণ বিজ্ঞানের উপর থেকে মোট ৩০ জিকে প্রশ্নোত্তর। আমরা আগের পর্বেও বেশ কিছু General Science Gk Question Answer দিয়েছি। আপনারা সেগুলো দেখে নিতে পারেন। গুরুত্বপূর্ণ এরকম General Knowledge Question Answer পেতে আমাদের Website টি প্রতিনিয়ত ভিসিট করুন।
Important Science GK Question Answer
উত্তর : ট্যাকোমিটার।
2. এনজিও প্লাষ্টি হচ্ছে
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
3. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য
উত্তর : লৌহ।
4. কম্পিউটার আবিষ্কার করেন
উত্তর : হাওয়ার্ড এইকিন।
5. কর্কটক্রান্তি রেখা
উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।
6. কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে?
উত্তর : পেট্রোল ইঞ্জিনে।
7. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসাবে।
8. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম
উত্তর : ডলি।
9. ‘গ্যালিলিও’ হলো
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
11. গ্লিসারিন দ্রবীভূত হয় না
উত্তর : পানিতে।
12. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ
উত্তর : চাঁদে বায়ুমণ্ডল নেই।
13. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক
উত্তর : বায়ু কুঠুরী থাকে।
14. জোয়ার ভাটার তেজকটাল হয়
উত্তর : অমাবস্যায়।
15. টুথপেষ্টের প্রধান উপাদান
উত্তর : সাবান ও পাউডার।
16. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
উত্তর : সিলিকন চিপ।
17. তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
উত্তর : দস্তা (জিঙ্ক)।
18. দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায়।
19. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ
উত্তর : আলোর প্রতিসরণ।
20. ‘পিসি কালচার’ বলতে বুঝায়
উত্তর : মৎস্য চাষ।
21. বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের
উত্তর : প্রতিধ্বনি শুনে।
22. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর
উত্তর : ৫ জুন।
23. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি
উত্তর : টাংষ্টেন।
24. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তর : সিসমোগ্রাফ।
25. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান
উত্তর : ভাইকিং।
26. মাছ অক্সিজেন নেয়
উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
27. মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর
উত্তর : মেলানিন।
28. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।
29. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়
উত্তর : সূর্য গ্রহণ।
30. যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে
উত্তর : ভিটামিন ‘K’।
Previous.. Next..