Staff Selection Commission Phase X Recruitment 2022
স্টাফ সিলেকশন কমিশন ফেস X এ বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগের আবেদন পত্র শুরু হয়েছে। আপনারা যদি ফেস X আবেদন করতে চান তাহলে আবেদন-প্রক্রিয়া যাবতীয় যোগ্যতা সবকিছু নিচে থেকে দেখে নিন।
স্টাফ সিলেকশন কমিশন 1920 পোস্টে আবেদনের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আবেদনে ইচ্ছুক তারা নিচে থেকে যাবতীয় তথ্য দেখে নিন।
Details of SSC Phase X Recruitment, Application , Exam Date
পোস্ট নাম – ফেস X (বিভিন্ন পোস্ট)
পদ সংখ্যা – 2065
ক্যাটেগরি – স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য বিভিন্ন পোস্ট ধার্য করেছেন।
জেনারেল – ৯১৫ টি
ওবিসি – ৫৯৯ টি
এসসি – ২৪৮ টি
এসটি – ১২১ টি
ই ডাবলু এস – ১৮২ টি
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা – সংশ্লিষ্ট অনুমোদনপ্রাপ্ত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদন প্রাপ্ত যে কোন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য।
আবেদন প্রক্রিয়া – যেসব প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের Phase 10 পোস্টটিতে আবেদন করতে চান তারা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং তারপর অনলাইনে আবেদন করুন। নিচে অফিশিয়াল লিংক দেওয়া আছে।
আবেদনের সময় যেসব ডকুমেন্ট লাগবে
মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক /স্নাতক স্তরের মার্কশিট এবং সার্টিফিকেট।
পরীক্ষা পদ্ধতি – এই পোস্টগুলিতে যারা আবেদন করবেন তাদের জন্য থাকছে লিখিত পরীক্ষা প্রথমেই প্রিলিমিনারি। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এছাড়াও আছে PET/PST Test, স্কিল টেস্ট। সর্বশেষে প্রকাশ করা হবে মেরিট লিস্ট।
বিশেষ তারিখগুলি (Important Dates):
আবেদন শুরু – ১২/০৫/২০২২
আবেদনের শেষ তারিখ – ১৩/০৬/২০২২
ফি জমার শেষ তারিখ – ১৫/০৬/২০২২ (অনলাইন)
১৬/০৬/২০২২ (অফলাইন)
কারেকশন তারিখ – ২০ – ২৪ জুন
পরীক্ষার তারিখ – সম্ভবত আগস্ট 2022
পরীক্ষা ফি:
General/OBC/EWS – 100/-
SC/ST/PH – NIL
ALL Female – NIL
আপনারা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই আপনাদের পরীক্ষা ফি জমা করতে পারবেন।
আর বিস্তারিত জানতে নিচে দেওয়া Official website visit করুন।